admin
- ২৬ এপ্রিল, ২০২৩ / ৭২ Time View
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল, গাইবান্ধা থেকে :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটর্জীর নেতৃত্বে সংগীয় অফিসার এসআই সাইদুল, কনষ্টেবল সোহাগ ও নাহিবুর সহ অভিযান চালিয়ে দীর্ঘ ৮ বছর যাবৎ পলাতক থাকা ওয়ারেন্ট ভুক্ত আসামী আওয়াল ডাকাত (৪৫) পিতা -আবু, শ্বশুর- মৃত সাবু মিয়া, সাং-দেওগাঁ কে কামদিয়া ইউনিয়নের দেওগাঁও পোতাচাপড় থেকে ২৫ এপ্রিল দিবাগত রাত দুইটার সময় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১৫ সালে টাঙ্গাইলের মির্জাপুর থানার ডাকাতির চেষ্টা মামলা নং০৭, তাং ১২/০৫/২০১৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড, ঘোড়াঘাট থানার জি আর নং-২০৬/১৪, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড বিচারাধীন রয়েছে।
এবিষয়ে নিশ্চিত করে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটর্জী বলেন বুধবার ২৬ এপ্রিল আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।