বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
Reading Time: 2 minutes
সংবাদ বিজ্ঞপ্তি, বেড়া পাবনা:
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। প্রতিটি শিক্ষার্থীর মাঝে বই বিতরণ, উপবৃত্তি প্রদান ও বিদ্যালয়ের আধুনিকায়নের মাধ্যমে স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে গ্রাম অঞ্চলের বিদ্যালয়ে বহুতল-দৃষ্টিনন্দন ভবন এখন আর স্বপ্ন নয়, এটি এখন দৃশ্যমান বাস্তবতা।
আজ (রবিবার) পাবনার বেড়া উপজেলায় নাকালিয়া আনোয়ারা কাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, শিশুদের পড়ালেখা নির্বিঘ্ন করতে বছরের প্রথম দিনে বিনামূল্যে বই দেয়া হচ্ছে এবং নিয়মিত উপবৃত্তি দেয়া হচ্ছে । এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার দেয়ার প্রকল্প নেয়া হচ্ছে। প্রতিটি শিশু জন্ম গ্রহণের পর থেকেই রাষ্ট্র শিশুর ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনা তৈরি করছে। প্রতিটি শিশুকেই রাষ্ট্র মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চায়। তিনি আরও বলেন, গত ১৫ বছরে এই এলাকার কতটুকু উন্নয়ন হয়েছে, শিক্ষা ব্যবস্থা কেমন ছিলো বর্তমানে কতটুক উন্নত হয়েছে তার মূল্যায়ন জনগন করবে। বেড়া ও সাঁথিয়ায় দারিদ্রের হার কতটা হ্রাস পেয়েছে, অপরাধ দমন হয়েছে কি না এগুলো বিবেচনার দায়িত্ব আপনাদের। এই এলাকায় এখন কেউ না খেয়ে থাকার মতো লোক নেই। অভাবের কারণে ছেঁড়া কাপড় পড়া ও খালি পায়ে হাটা কোন মানুষ এখন আর নেই। বাংলাদেশে আর কেউ ভিক্ষুক থাকবে না। যার ঘর নাই তাকে ঘর দেয়া হবে এবং যার খাবার নেই তাকে খাবার দেয়া হবে। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ আবু বকার সিদ্দিক এর সভাপতিত্বে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেড়ার কৈটোলা মানিক নগর মাদ্রাসা মাঠে বেড়া উপজেলা কৃষক লীগ আয়োজিত কৃষক সমাবেশ ও মাদ্রাসা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ শামসুল হক টুকু বলেন, আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের আগে দেশে খাদ্য ও বিদ্যুতের অভাব ছিল এবং রাম্তাঘাট ছিল ভাঙা। বর্তমানে গ্রামাঞ্চলের প্রতিটি রাস্তা আজ পাকা এবং মহাসড়কগুলোর অবস্থা কতটা উন্নত তা আপনারা নিজেরাই দেখছেন। বাংলাদেশের এই জরাজীর্ণ অবস্থাকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছেন জাতির পিতার কন্যা। অনুষ্ঠানে আলহাজ্ব সাইদুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব) সহকারী পরিচালক (গণসংযোগ),বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।