বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
পারভেজ মামুন, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মহল্লায় একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে পুকুরে পাশে খেলতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেন মৃত্যু শিশু দুইরি পরিবার। এঘটনায় পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
মৃতু শিশুরা হলো চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৩ ওয়ার্ডের টিকরামপুর মহল্লার দেলুয়ার হোসেনের ছেলে দিদার হোসেন (৪) ও একই মহল্লার হোসেন আলীর মেয়ে তিশা খাতুন (৫)।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে খেলতে যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হয় কিন্তু পরে জানাতে পারে পাশের একটি পুকুরে তারা দুইজন ডুবে যায়। স্থানীয় ও পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। তারা জানান শিশু দুইটি চাচাতো ভাই-বোন ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, পুলিশি আইনগত ব্যবস্থা শেষে পরিবার কাছে মৃত্যু শিশু দুইটি হস্তান্তর করা হয়।