বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
চাঁপাইনবাবগঞ্জে ৩৯০ গ্রাম হেরোইনসহ মোঃ আমির আলী (১৯) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগোলা (উত্তর ভবানীপুর) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ আমির আলী শিবগঞ্জ থানার গাজীপুর গ্রামের মোঃ আবু বক্কর আলীর ছেলে। শনিবার রাত সাড়ে ৮টায় র্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করা হয়েছে। র্যাব জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে , চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগোলা (উত্তর ভবানীপুর) গ্রামে ১ জন মাদক কারবারী মাদকদ্রব্যসহ অবস্থান করিতেছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটায় সেখানে অভিযান চালিয়ে ৩৯০ গ্রাম হেরোইনসহ মোঃ আমির আলী নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরন করা হয়েছে বলেও জানায় র্যাব।