বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
পারভেজ মামুন চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় নদীতে গোসল করতে গিয়ে শিমুল (৯) নামের এক শিশু ডুবে মারা গেছে। একই সময় গোসল করতে যাওয়া সুমন (১১) নামের আরেক শিশু নিখোঁজ রয়েছে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাইয়াপাড়া ঘাটে এই ঘটনা ঘটে।
মৃতু শিমুল ইসলামপুর ইউনিয়নের লাল মোহাম্মদদ হাজির টোলা গ্রামের জেনারুল ইসলামের ছেলে। নিখোঁজ সুমন একই গ্রামের শরিফুল ইসলামমের ছেলে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, দুপুরে সুমন ও শিমুল বাড়ি থেকে বের হয়ে বাইয়াপাড়া ঘাটে গোসল করতে নেমে দু’জনই নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে পরিবারের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে সাড়ে ৫টার দিকে নদী থেকে শিমুলের মরদেহ উদ্ধার করে। ওসি আরো জানান, ‘ সুমনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। আলোর স্বল্পতা ও নদীতে প্রচুর স্রোতের কারণে সন্ধ্যার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার আবারও উদ্ধার অভিযান চালানো