রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
Reading Time: 2 minutes
শহিদুল ইসলাম সুইট,নাটোর:
জননেত্রী শেখ হাসিনা ৯ লক্ষ গৃহহীনকে ঘর উপহার দিয়েছেন, তারা বসবাসের ঠিকানা পেয়েছে। প্রধানমন্ত্রীর “গ্রাম হবে শহর” বাস্তবায়ন হয়েছে। দেশ শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীরা বই পাচ্ছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় খেজুরতলা খেলার মাঠে লালোর ইউনিয়ন আ’লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।পলক বলেন, নাটোর-বগুড়া মহাসড়ক প্রশস্থ করে দিয়েছে জননেত্রী শেখ হাসিনা, সিংড়ার ১০০টি প্রাথমিক বিদ্যালয় সরকারি করে দিয়েছেন শেখ হাসিনা, নাটোরে ড. ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন তিনি। আগে মা-বোনদের চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হতো। সিংড়া উপজেলায় ৪২টি কমিউনিটি ক্লিনিক উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী, ৩২ রকম ওষুধ বিনামূল্যে পাওয়া যাচ্ছে সেখানে। প্রতিবছর চক্ষু শিবিরে হাজার হাজার রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, খাদ্যসহ সকল বিষয়ে আমরা সেবা করে যাচ্ছি।পলক আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে মাত্র সাড়ে ৩ বছরে উন্নয়ন করে। ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে মাধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিক করেছে তখনই ৭১ এর ঘাটকরা আবার ষড়যন্ত্র শুরু করেছে।প্রতিমন্ত্রী বলেন,দেশে দ্রব্যমূল্যের সাময়িক বৃদ্ধি হয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনার কারণে তা হয়েছে। তবুও জননেত্রী শেখ হাসিনা সকলকে খাদ্য পৌঁছে দিচ্ছে। বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি তো সিংড়ায় ৩৭ বছর ক্ষমতায় ছিলো। সিংড়ায় কি উপহার দিয়েছে? আমরা মাত্র ১৪ বছরে যে উন্নয়ন করেছি তা অনেক বেশি। আগামী নির্বাচনেও নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ্।সকল বিভেদ ভুলে উন্নয়ন, সুশাসন ও নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পলক।লালোর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রুবেল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, লালোর ইউপি চেয়ারম্যান একরামুল হক শুভ প্রমুখ।উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, মাওলানা রুহুল আমিন তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন প্রমুখ।এর আগে খেজুরতলা ফুটবল মাঠের দর্শক গ্যালারি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।