বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শরিফ মিয়া,জামালপুর :
জামালপুরে ট্রেনের সাথে পুলিশবাহী পিকাপ ভ্যানের সংঘর্ষে আহসানুল হক নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য।
রোববার ভোর রাত ৪ টা ১৫ মিনিটের সময় পৌর শহরের শেখের ভিটা রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় আজ ভোর রাত ৪ টা ১৫ মিনিটে ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী ২৫৫ নাম্বার লোকাল ট্রেনের সাথে ডিউটিরত পুলিশের পিকাপ ভ্যানের সংর্ঘষ হয়। এতে এক পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হয়। নিহত পুলিশ সদস্য আহসানুল নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে গতবছরের ডিসেম্বরে জামালপুর সদর থানায় যোগদান করে।
অপরদিকে গুরুতর আহত অবস্থায় আরেক পুলিশ কনস্টেবল আরিফুল ইসলামকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।