বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মাহমুদ উদ্দিন, জুড়ী :
মৌলভীবাজার জেলার জুড়ীতে শিলুয়া খেয়াঘাট ব্রীজ থেকে ভরাডহর কয়লারঘাট ব্রীজের মধ্যবর্তী স্থানে অবাধে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গন ও রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হওয়ার ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিলুয়া খেয়াঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন সমাজসেবক সেরুজ্জামান, জামিল আহমদ, ফরহাদ আহমদ, শাহ মোয়াজ্জেম রুবেল, শিক্ষক আব্দুল মালিক, লুৎফুর রহমান, নজরুল ইসলাম, হোসাইন আহমদ, গিয়াস উদ্দিন, জুনেদ আহমদ, ছাত্র সমন্বয়কদের পক্ষে বক্তব্য দেন ওসমান গনি, হাসানুজ্জামান সুয়েব, সাহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ বালু মহাল বাতিল সহ ড্রেজার মেশিন বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করা না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন এলাকাবাসী।