শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
মোঃ মাহমুদ উদ্দিন,জুড়ী :
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ৮ জনকে বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে জুড়ী থানা পুলিশ। এর আগে মঙ্গলবার সকালে তাদেরকে বিজিবি আটক করে জুড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও পরবর্তীতে বাংলাদেশে আবারো পাসপোর্ট ছাড়া অনুপ্রবেশের দায়ে (বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ এর ১১(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধীনস্থ লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় টহল প্রদানকালে সীমান্ত পিলার ১৮০৫/এম এর নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটজনকে আটক করা হয়। বিজিবি সুত্রে আরো জানা যায়, আটককৃত ব্যক্তিদের মধ্যে ৬ জন এক বছর আগে দালালের মাধ্যমে ভারতে অবৈধভাবে পাড়ি জমান। তাছাড়া বাকি দুইজন এ মাসেই অবৈধভাবে ভারতে যান।
আটককৃত ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার শরণকুলা থানার চালিতাবুনিয়া গ্রামের মৃত মোহাম্মাদ হাওলাদারের ছেলে মোহাব্বত আলী হাওলাদার ও মোহাব্বত আলী হাওলাদারের ছেলে রবিউল হাওলাদার, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে সেলিম মিয়া, একই থানার বুলাইল শান্তিনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আবু নাঈম, বরগুনা জেলার আমতলী থানার কুলাইর চর গ্রামের মৃত নান্নু আকনের ছেলে মহিম, বগুড়া জেলার সরিয়াকান্দি থানার আমতলি গ্রামের মৃত বুলু প্রামাণিকের ছেলে রাশেদ ইসলাম, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দিঘর কল্লা গ্রামের নুর উদ্দিনের ছেলে মামুন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হরিনগর তাতিপাড়া গ্রামের ফুটু ঘোসের ছেলে আশরাফুল ইসলাম।
জুড়ী থানার ওসি (তদন্ত) মোঃ জহিরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী হাসান, পিপিএম বলেন, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জুড়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ কারীদের বিরুদ্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।