মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মাহমুদ উদ্দিন,জুড়ী:
মৌলভীবাজার জেলার জুড়ীতে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে “মা আনন্দময়ী শিক্ষাবৃত্তি ২০২৩” সমাপ্ত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) উপজেলার কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা আনন্দময়ী শিক্ষাবৃত্তির ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।মা আনন্দময়ী শিক্ষাবৃত্তি আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক তপন কান্তি দাশের সঞ্চলনায় ও কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সহকারী অধ্যাপক অরুন চন্দ্র দাস প্রমুখ।বৃত্তি পরীক্ষায় নিরোদ বিহারি উচ্চ বিদ্যালয়, কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতলা খাগটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অ্যালফাবেট কিন্ডারগার্টেনের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।তারমধ্য থেকে সেরা ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়