মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মাহমুদ উদ্দিন, জুড়ী :
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নবাগত ইউএনও লুসিকান্ত হাজংয়ের সাথে মতবিনিময় করেছে জুড়ী রিপোর্টার্স ইউনিটি৷ ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আনন্দবাজার প্রতিনিধি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আবুল হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেট মিরর প্রতিনিধি হাবীবুর রহমান খান, অর্থ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, সহ: অর্থ সম্পাদক ও দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মাহমুদ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক বাংলা প্রতিনিধি দেলাওয়ার হোসেন, সহ: প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক জনবানী প্রতিনিধি হোসাইন রুমেল, সহ: পরিবেশ বিষয়ক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি ফারুক আহমেদ, সদস্য ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি সুয়াইবুর রহমান, সদস্য ও দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি কামরান হোসেন, সদস্য ও দৈনিক বর্তমান সংবাদ প্রতিনিধি শেখ নোমান ইবনে শফিক প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চান।