মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

News Headline :
পাবনা প্রেসক্লাবের অনিয়ম তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কমিটি গঠন মহানগরীতে স্বর্ণের দোকানে চুরির অভিযোগে জনতার হাতে আটক নারীকে পুলিশে সোপর্দ পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করলো হাবিপ্রবি ছাত্রশিবির মানুষকে যারা কষ্ট দেয় তাদেরকে পরিহার করুন : এ.কে.এম. আমিনুল হক যুবদল নেতা বাঁধনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির

রাজশাহী ও ঝিনাইগাতীতে কম্বল বিতরণ

Reading Time: 2 minutes

‘বন্ধু আমরা’- সংগঠনের শীতবস্ত্র বিতরণ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় সিসিবিভিও-রাজশাহী ও রক্ষাগোলা সমন্বয় কমিটির সহযোগিতায়, বন্ধু আমরা সংগঠনের আয়োজনে গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের কাদমা ফুলবাড়ী গ্রামে ও দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু রক্ষাগোলা সমাজ সংগঠন প্রাঙ্গণে বয়োজ্যৈষ্ঠ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বন্ধু আমরা’-সংগঠনের মাহফুজুল ইসলাম লিটন,
শফিকুল ইসলাম শিবলী, আরিফ কামাল ইথার, বাবুল ইসলাম, খালেদা হোসেন, নাসিমা জাহান নীরু, মনিরুল হক লেনিন। এছাড়াও সিসিবিভিওর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন নিরাবুল ইসলাম, ইমরুল সাদাত, প্রেম চাঁদ এক্কা, সুদক্ষন টপ্প্য, কাথারিনা হাঁসদা, রঞ্জিত সাওরীয়া, রাজকুমার রাজেয়াড়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ২১০ জন শীতার্ত বয়োজ্যৈষ্ঠ জনগণকে ১টি করে কম্বল প্রদান করা হয়।

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে উষ্ণতর ছোঁয়া দিতে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের উত্তরণ পাবলিক স্কুল চত্বরে আনুষ্ঠানিক ভাবে এসব কম্বল তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ৪০০ ও জেলা পুলিশের পক্ষ থেকে শতাধিক কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার
(ক্রাইম এন্ড অপ্স) আরাফাতুল ইসলাম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বছির আহমেদ বাদল, উত্তরণ পাবলিক স্কুলের পরিচালক হারুন অর রশিদ, শেরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক হাকাম হীরা, শেরপুর ইয়্যুথ রির্পোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ। কম্বল পেয়ে শীতার্ত নুরেজা বেগম বলেন, ‘আমি তো চোখে ভালো দেখতে পাই না। তাই অন্যদের মতো কাজ করতে সমস্যা হয়। ছেলের সংসারে খাওয়া-দাওয়া করি। ছেলের আয় দিয়ে সংসার চালানো কষ্ট হয়ে যায়। এর মধ্যে শীতের কাপড় কেনা
কষ্টকর। আজকে একটা কম্বল পাইলাম। এটা দিয়ে শীতটা কাটাতে পারবো। যারা কম্বল দিল, আল্লাহ তাদের ভালো করুক। ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, আমরা মানুষের বিপদে পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমাদের সেবামূলক কার্যক্রম সবসময় চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com