বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এম এ লিতু , ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে গাঁজাসহ আঞ্জুয়ারা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আড়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটক আঞ্জুয়ারা বেগম কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মানিক শেখের স্ত্রী।কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান মিনে জানান, আড়পাড়া এলাকায় অবৈধ মাদক বেচাকেনা হচ্ছে এমন খবরে কালীগঞ্জ থানা পুলিশের এস আই হুমায়ুন কবির ও কাবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আঞ্জুয়ারা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।