বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সোহাগ আলী ,ঝিনাইদহ :
ঝিনাইদহ সদর উপজেলায় পরকীয়া প্রমিকের সাথে উধাও তিন সন্তানের জননী।গত ২০ মে বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্নালংকারসহ প্রমিকের সাথে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন কুয়েত প্রবাসী শরিফুল চৌধুরীর মা সালেহা খাতুন ।এ ঘটনায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল আমলী সদর আদালতে বাদি হয়ে একটি মামলা করেছেন প্রবাসী শরিফুল চৌধুরীর মা সালেহা খাতুন ।উল্লেখ্য,কুয়েত প্রবাসী শরিফুল চৌধুরী ২২ বছর আগে শৈলকুপা উপজেলার হারুনদিয়া গ্রামের মো : রুহুল আমিনের মেয়ে মাছুরা খাতুনকে বিয়ে করেন ।
মামলার বিবরন বলছে, ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের মকবুল মোল্লার ছেলে মশিয়ার রহমানের সাথে প্রবাসীর স্ত্রী মাছুরা খাতুনের দীর্ঘ দিন পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল ।স্বামী প্রবাসে থাকায় মাছুরা খাতুনের এ সম্পর্ক গড়ে উঠে ।পূর্বে এ ঘটনার স্থানীয় সালিশ-বিচার হলেও তাতে লাভ হয়নি ।শরিফুল চৌধুরী ও মাছুরা খাতুনের ২২ বছরের সংসারে তিনটি সন্তান আছে ।গত ২০ মে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ,আর বাড়ি ফেরেনি মাছুরা খাতুন ।সব জায়গায় খোজ করেও তাকে আর পাওয়া যায়নি ।পরে জানতে পারেন ,পরকীয়া প্রেমিক শৈলকুপা উপজেলার ঘোড়ামারা গ্রামের মকবুল মোল্লার ছেলে মশিয়ারে সাথে পালিয়ে গেছেন।এসময় তার ছেলের পাঠানো নগদ টাকা ও ১০ ভরি স্বর্নালংকার নিয়ে পালিয়ে গেছেন । মামলার বাদী সালেহা খাতুন আরো অভিযোগ করেন ,তার পুত্রবধুর কিছু আপত্তিকর ছবি মোবাইল ফোনে ধারন করে মশিয়ার রহমান বাদীর নিকট আতœীয়ের কাছে ছবিগুলো পাঠিয়ে বাদীর কাছে ৫ লক্ষ টাকা দাবি করছে ও তার প্রবাসী ছেলে দেশে আসলে তাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন ।এ সময় তিনি প্রশাসনের কাছে মশিয়ারে কঠোর শাস্তি দাবি করেন ।
অভিযুক্ত মশিয়ার রহমান জানান ,এখনো মাছুরা খাতুনের সাথে তার যোগাযোগ আছে ।তার প্রবাসী স্বামী তাকে তালাক দিলে তিনি তাকে বিয়ে করবেন ।তবে তার সাথে আপক্তিকর ছবি তুলে অন্যত্র পাঠানোর কথা অস্বিকার করেন ।এ ছাড়া প্রবাসী শরীফুল চৌধুরীকে কোন প্রকার হুমকি দেওয়া হয়নি বলে জানান তিনি ।