বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সোহাগ আলী,ঝিনাইদহঃ
ঝিনাইদহে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রয় শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১৬ জুলাই রবিবার সকালে শহরের হামদহ এলাকার ঝিনাইদহ পুলিশ লাইন্সের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সন্মানিত জেলা প্রশাসক জনাব এসএম রফিকুল ইসলাম।উক্ত সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, পৌরসভার কাউন্সিলর আরেফিন কায়সার, ডিলার মামুন হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।সংশ্লিষ্টরা আরো জানাই যে, এবারও জেলার ৬ উপজেলায় ৪৩ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রয় করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল ও ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল মিলবে। এবার ( টিসিবি) পণ্যে চাউল যুক্ত করায় খুশি হতদরিদ্র সুবিধাভোগীরা।