বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সোহাগ আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচানপুর ইউনিয়নের ত্রিলোচানপুর গ্রামের আব্দুল মালেক বিশ^াসের ১১ কাঠা ড্রাগন ফলের গাছ কর্তন ও বাগানের প্রয়োজনীও জিনিস তছনছ করেছে দুর্বত্তরা।১৩ জুলাই (বৃহস্পতিবার) রাতে এ ঘটনা ঘটে ।বাগানের গাছ কর্তনের ব্যাপারে আব্দুল মালেক বিশ^াস বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১৪ জুলাই (শুক্রবার) একটি অভিযোগ দায়ের করেছেন।জানাগেছে ,১৪ জুলাই শুক্রবার প্রতিদিনেরমত আব্দুল খালেক বিশ^াস সকালে নিজ জমিতে ড্রাগন গাছ দেখতে যান ,এ সময় তিনি দেখতে পান রাতের আধারে কে বা কারা তার ১১ শতক ড্রাগন বাগানের গাছগুলো কেটে নষ্ট করেছে ।এ সময় তিনি আরো খেয়াল করেন ,তার ১১ শতক ড্রাগন জমির ৩৪ টি খুটির প্রায় ৫ হাজার টাকা মূল্যের তারও খুলে নিয়েছে দুর্বত্তরা ।
এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল মালেক বলেন,আমি অনেক কষ্ট করে ড্রাগন বাগান করেছি, যারা আমার ধরন্ত গাছ কেটেছে তাদের আমি কঠোর শাস্তি দাবি করছি ।
অভিযোগের সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান ,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।