বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
এম এ লিতু ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি হাসপাতালে তাপামাত্রসহ প্রয়োজনীয়ও পরীক্ষা ছাড়াই বিভিন্ন ধরনের টিকা ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ও টিকা কেন্দ্রে পৌছে দিচ্ছেন বহনকারীরা।সপ্তাহের নির্দিষ্ট দিনে ইপিআই কর্মকর্তা উপস্থিত থেকে টিকার মান পরীক্ষা নিরিক্ষা করে ছাড় দেওয়ার কথা থাকলেও তা তিনি করেন না।সরকারী উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ন এ দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে কালীগঞ্জ উপজেলা ইপিআই টেকনিশিয়ান শহীদুল ইসলামের বিরুদ্ধে।সপ্তাহের নিদিষ্ট দিনে টিকার মান পরীক্ষা করে তা পোটারদের হাতে তুলে দেওয়ার কথা থাকলেও তা তিনি করেন না।স্বাস্থ্য বিভাগের নিয়ম নীতি উপেক্ষা করে নিজেরমত অফিস করেন।ফলে টিকা বহনকারী পোটাররা নিজেরমত টিকা বের করে লেজার খাতায় লিখে বিভিন্ন কেন্দ্রে টিকা নিয়ে যায়।সরজমিনে গতকাল রবিবার সকাল ৬ টার সময় কালীগঞ্জ হাসপাতালের বর্হিবিভাগের ২১ নাম্বার ইপিআই কোল্ড রুমের সামনে টিকা বহনকারী পোটারদের টিকা বের করে ফেলে রেখে পরে তা নিজেদের বহন করে নিয়ে যেতে দেখা যায়।এ সময় প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে টিকা বহনকারী এক পোটার বলেন,আমরা নিজেরাই টিকা নিয়ে লেজার খাতায় লিখে যায়।শহিদুল স্যার আসেন না।ডাঃ আলমগীর স্যার আমাদের বলেছেন শহীদুল স্যারের কাছ থেকে টিকা নিতে ও বাক্স তাকে বুঝিয়ে দিতে।কিন্তু ইপিআই স্যার না আসায় আমাদের সব করা লাগে।ইপিআই কর্মকর্তা শহীদুল ইসলামের দায়িত্বে অবহেলার কারনে সরকারি লক্ষ কোটি টাকার টিকার মান নিয়ে যেমন প্রশ্ন উঠেছে ,তেমনি প্রশ্ন উঠেছে টিকা গ্রহনকারীদের শারীরিক অবস্থা নিয়েও।পূর্বে এ কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নিতীর খবর গনমাধ্যমে প্রকাশ হয়েছে।বিশেষ করে,২০২১ সালের ১১ অক্টোবর এক নারীর শরীরে ধূমপানরত অবস্থায় টিকা দানের ছবি ও ভিডিও সোসাল মিডিয়ায় দেশব্যাপি ভাইরাল হয়।তবু এ বিতর্কিত কর্মকর্তা নিজ উপজেলায় থেকে নানা অনিয়ম করলেও দৃশ্যমান কোন ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে।এমনকি তিনি কখন বদলীও হননি। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পিলেক্সের ইপিআই টেকনিশিয়ান শহীদুল ইসলাম জানান,আমি একটু অসুস্থ থাকায় সময়মত যেতে পারিনি। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন জানান,ইপিআই কর্মকর্তা শহীদুল ইসলামকে দায়িত্বে অবহেলার কারনে বার বার নোটিশ করেছি।তাতেও তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন।আমি ব্যাপারগুলো নিয়ে উদ্ধর্তন কতৃপক্ষের সাথে আলাপ করে তার বিরুদ্ধে ব্যাবস্থা নিব।