admin
- ৩০ নভেম্বর, ২০২২ / ৯৮ Time View
Reading Time: < 1 minute
মজিবুল হক লাজুক, পাবনা :
ডায়াবেটিক রোগে একবার আক্রান্ত হয়ে গেলে আজীবন চিকিৎসা গ্রহণ করতে হবে। ডায়াবেটিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা গেলে হাসপাতালের প্রয়োজনীয়তা কমে যাবে। জনগনের উচিৎ নিয়মিত ব্যয়াম, কায়িক শ্রম ও খেলাধুলার মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।
আজ (বুধবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. শামসুল হক টুকু, এমপি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিতব্য পাবনা, বেড়া ডায়াবেটিক হাসপাতালের ৮ তলা বিশিষ্ট ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের কল্যাণে নিবেদিত প্রাণ। তিনি দুস্থদের চিকিৎসায় হাসপাতাল নির্মান ও তাঁদের কল্যাণে বিভিন্ন ধরণের ভাতা প্রদান করে যাচ্ছেন।
এ সময় ডেপুটি স্পীকার আরো বলেন, হাসপাতাল নির্মান কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে সাক্ষর করেন। এছাড়া উদ্বোধন শেষে হাসপাতালের মঙ্গল কামনার্থে দোয়া করা হয়। অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র এ্যাড. আসিফ শামস রঞ্জন, ডেপুটি স্পীকারের সহকারী একান্ত সচিব মোঃ আমজাদ হোসেন, বেড়ার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।