বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ শহিদুল ইসলাম, খুলনা:
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত মাদক ব্যবসায়ীদেরকে আজ সোমবার(২৮জুন) জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মুক্ত ডুমুরিয়া থানা গড়ার লক্ষ্যে খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের নির্দেশনা মোতাবেক ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে রোববার দিবাগত রাত থেকে গত ২৪ ঘন্টায় থানার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী জেলার ফুলতলা থানার জামিরা এলাকার মোঃ রুহুল আমীন (৩৮) খর্ণিয়া এলাকার মোঃ বজলুর রহমান গাজী (৫১) ও আংগারদহা গ্রামের জয়দেব দাস(৪৫) দেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ধৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ টি মামলা হয়েছে। আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।