শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী:
‘জনগণের জন্য প্রশাসন’–এই স্লোগানে নীলফামারীর ডোমারে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১শে জানুয়ারী) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী, ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জাবেদুল ইসলাম সানবীম প্রমুখ। ডোমার উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সুন্দর ও শান্তিপূর্ণ ডোমার গড়ার প্রত্যয়ে যুগোপযোগী সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আইন-শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ, বিজিবির প্রতিনিধি, শিক্ষক, জনপ্রতিনিধি সহ সুধীসমাজ অংশগ্রহণ করেন।