বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
নীলফামারীর ডোমারে মানবতার সেবায় একজন প্রতিবন্ধী শিশুকে স্বাভাবিকভাবে চলাচল সহযোগী একটি হুইলচেয়ার উপহার দিয়েছে ‘প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন’। বৃহস্পতিবার (১৩ই এপ্রিল) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব খাটুরিয়ায় প্রতিক্ষণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আল সাজিদুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিবন্ধী শিশু মোঃ রেজোয়ান ইসলামকে উপহার হিসেবে হুইলচেয়ার প্রদান করেন। রেজোয়ানের কাছে হুইলচেয়ারটি হস্তান্তর করেন—প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির রংপুর বিভাগের সমন্বয়কারী ও প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম জুয়েল আক্তার সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন—প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ’র গাইবান্ধা জেলা শাখার সভাপতি উম্মে হাবিবা, রংপুর জেলা সভাপতি ফটিক ইসলাম, নীলফামারী জেলা সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন সোহেল প্রমূখ।