রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী:
আল্ট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের আওতায় নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘ব্র্যাক’-এর অতি দরিদ্র সদস্যদের মাঝে সম্পদ হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ই সেপ্টেম্বর) সকালে উপজেলার আন্ধারুর মোড় এলাকায় ব্র্যাক কার্যালয়ে আল্ট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত অতি দরিদ্র সদস্যদের মাঝে সম্পদ হস্তান্তর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।
এসময় আন্তর্জাতিক দাতব্য সংস্থা ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সম্পদ গুলোর সঠিক পরিচর্যা, গোপনে বিক্রি না করা, কোনো সমস্যা হলে অফিসের সঙ্গে যোগাযোগ, সংসারে সুখ বয়ে আনার ব্যাপারে নানাবিধ পরিকল্পনা কথা বলা জানান বক্তারা। এছাড়া উপকারভোগী সদস্যরা দারিদ্রতার কোপালন থেকে মুক্ত হয়ে সাবলম্বী হবেন বলে প্রত্যাশা করেন তারা।