বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী:
নীলফামারীর ডোমারে গ্রীনলাইফ ফার্মেসীর ড্রয়ারের তালা ভেঙে সব টাকা নিয়ে যায় চোর।গত শনিবার(২রা সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলার আমবাড়ী হাটে গ্রীনলাইফ ফার্মেসীতে এক চুরির ঘটনা ঘটে।দোকানের মালিক মাজেদুল ইসলাম বাবু জানায়, আমি প্রতিদিনের ন্যায় সকাল ৯টায় দোকান খুলি।বেলা ১১টার দিক আমি দোকান খোলা রেখে ১০ মিনিটের জন্য দোকানের বাইরে ছিলাম।ঠিক এই সময়ে কে বা কারা দোকানে ঢুকে ড্রয়ারের তালা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে আনুমানিক ৩০ হাজার টাকা নিয়ে যায়।এ বিষয়ে প্রতিবেশী দোকানদারদের সাথে কথা হলে তারা জানায় এই চুরির বিষয়ে আমরা কেউ কিছু জানিনা তবে ওনার দোকানের ড্রয়ার ভেঙে টাকা চুরি হয়েছে এটা সত্যি।তারা আরও জানায় ইদানিং এলাকায় বিভিন্ন জায়গায় ছোট ছোট চুরির ঘটনা ঘটছে।কিছুদিন আগে উপজেলার পাংগা মটুকপুর ইউনিয়নের মুছার মোড়ের বুলবুল ইসলামের বিকাশের দোকান থেকে একই কায়দায় প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়েছিল।