শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে আরএমপি’র মতবিনিময় সভা শ্যামনগরে এবার কৃষকরা আমন ধানের আশানুরুপ ফলন পেয়েছে পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১জন আহত শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির হাবিপ্রবিতে আবাসন সংকট-হলে থেকেও অনাবাসিক অনেক ছাত্র রাজশাহী মহানগরীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে আ’লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১৪ রাজশাহীতে অর্ধশত বোতল ফেনসিডিল-সহ মাদক কারবারী গ্রেফতার

তফিসল ঘোষনার পর ফুলবাড়ীতে র‌্যাব বিজিবি‘র টহল জোরদার আওয়ামীলীগের অবস্থান

Reading Time: < 1 minute

মোঃ মোরসালিন ইসলাম,দিনাজপুর:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ই জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন কমিশনারের তফসিল ঘোষনার পরই দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিচিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীসহ বিজিবি,র‌্যাবের টহল দলসহ ফুলবাড়ি থানার প্রতিটি এলাকায় কঠোরভাবে টহল দিতে দেখা গিয়েছে । এছাড়াও উপজেলা আওয়ামীলীগের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী চলমান আছে। উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকা ঘুরে দেখা যায়,উপজেলার পাড়া মহল্লায় উপজেলা আওয়ামীলীগের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পৌর শহরে র‌্যাব ও বিজিবি‘র ঢহল দল পর্যায়ক্রমে ঢহল দিতে দেখা যায়। তাছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ তৎপর রয়েছে বলে জানান, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান। বিএনপি‘র ডাকা পঞ্চম ধাপের অবরোধের ২য় দিনে ফুলবাড়ী শহর পূর্বের মতো স্বাভাবিক রয়েছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিগত দিনের মতো উপজেলা বিএনপি‘র পক্ষ থেকে অবরোধ অথবা তফসিল ঘোষনাকে কেন্দ্র করে কোন পিকেটিং অথবা মিছিল হয় নাই। অপরদিকে গতরাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পরে আনন্দ র‌্যালী করেছে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিজুর রহমান বাবুলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলী ও দিনাজপুর জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দিনাজপুর-৫ নৌকার মনোনয়ন প্রত্যাশি জাকারিয়া জাকিরের নেতৃত্বে উপজেলা সেচ্ছাসেবকলীগ। তফসিল ঘোষনার ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীর বিষয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিএনপির ডাকা অবরোধের কারনে সাধারণ মানুষের জান মাল যাতে বিনষ্ট না হয় সে জন্য পৌর শহরের ১১টি পয়েন্টে আমাদের চলমান শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচী পালন করছি। আমরা প্রত্যাশা রাখি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢানা ৪র্থত বার ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিবেন। আমাদের এলাকার মাটি মনুষের নেতা সাতবারের এমপি আটবারের মতো এমপি হিসাবে শপথ গ্রহন করবেন। এই প্রত্যাশা ফুলবাড়ী-পাবর্তীপুরের মানুষের।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com