বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

News Headline :
ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্ব ভোগীরা বড় সমস্যা- মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৪তম তিরোধান দিবস ২০২৪ উদযাপনের আজদ্বিতীয় দিন ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার ন্যায় বিচার পেলে আওয়ামী লীগের জীবনের স্বাদ মিটে যাবে-নওগাঁ জামায়াত আমির রাবি’তে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার ফুলবাড়ীতে বিএনপি‘র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২ পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসীদের গুলি ল্যাংড়া বিপু গুলিবিদ্ধ পাবনায় স্বপনের অফিস ভাংচুর করলেন শিমুল সমর্থক হামলা-পাল্টা হামলা পাবনা র‌্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার

তারাকান্দায় অপহরণের পর হত্যা করে লাশ গুম করার অপরাধে আসামী গ্রেফতার-৩

Reading Time: 3 minutes

নিজস্ব সংবাদদাতা,ময়মনসিংহ:
ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে গত২৯ আঘষ্ট রাত অনুমান ৮ ঘটিকার সময় চা পান খাওয়ার উদ্দেশ্যে ভিকটিম লাল মিয়া খান (৫০) পিতা- মৃত আবুল হোসেন, সাং-নলদিঘী, থানা -তারাকান্দা, জেলা-ময়মনসিংহ বাড়ী থেকে নলদিঘী মোড়ে যায়। একই রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় ভিকটিম লাল মিয়া খান তাদের গ্রামের জনৈক কাশেম মিয়া চায়ের দোকান হইতে চা খেয়ে নলদিঘী মধ্যপাড়া গ্রামের দিকে গিয়ে আর ফিরে আসে নাই। ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে বিভিন্ন স্থানে খোজাখুজি করে কোথাও না পাইয়া তারাকান্দা থানার সাধারণ ডায়েরী নং-১৪৩৬।পুলিশ সুত্রে জানা যায় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি আবুল খায়ের সুহেল উক্ত ঘটনার সাধারণ ডায়েরীর তদন্তভার এসআই (নিঃ) মো: রায়হানুর রহমান এর অর্পন করেন। এসআই (নিঃ) মো: রায়হানুর রহমান উক্ত সাধারণ ডায়েরী বিষয়ে তদন্ত কাজ শুরু করে। তদন্তকারী কর্মকর্তা নিরবিচ্ছিন্ন ভাবে তদন্তকাজ চলমান রাখেন। পরবর্তীতে ইং-৩১/০৮/২০২৩ তারিখ দুপুর অনুমান ১২টা৫ মিনিটে অজ্ঞাতনামা আসামী ফোন করে ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ মুক্তিপণ দাবী করে। অতপর ইংরেজী ০১/০৯/২০২৩ খ্রি: সকাল অনুমান ০৬.০০ ঘটিকায় তারাকান্দা থানাধীন নলদিঘী মধ্যপাড়া সাকিনস্থ জনৈ মজিবুর রহমান এর বসত বাড়ীর অনুমান ২০০ গজ দক্ষিণ দিকে তাহার মালিকানাধীন ফিসারীর পুকুরে ভিকটিমের লাশ পাওয়া যায়। উক্ত ঘটনার সংবাদ পাইয়া সহকারী পুলিশ সুপার ফুলপুর সার্কেল ময়মনসিংহ এর নেতৃত্বে অফিসার ইনচার্জ তারাকান্দা এর দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা সহ অন্যান্য অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের লাশ পুকুরের পানির নিচ থেকে উত্তোলন করে ভিকটিমের সুরতহাল প্রস্তুত সহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা হয়। পরবর্তীতে ভিকটিমের ছেলে রাসেল মিয়া থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করলে তারাকান্দা থানার মামলা নং-০২, তারিখ-০১/০৯/২০১৩ইং, ধারা- 368/380/002/২০১/৩৪ রুজু হয়। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মামলাটির তদন্তভার এসআই (নিঃ) মো: রায়হানুর রহমান এর অর্পন করে। মামলাটি রুজুর পূর্বেই ১। সোহেল মিয়া (৩৫), পিতা-শাহ জাহান, ২। শাহীন মা (৪৫), পিতা- আঃ জব্বার খান, ৩। আব্দুল বারেক (৪০), পিতা-আলী আকবর সর্ব সাং- নলদিঘী, থানা- তারাকান্দা, জেলা-ময়মনসিংহগণকে গত ইং ০১/০৯/২০২৩ তারিখ অস্ত্র ঘটনার সহিত জড়িত থাকার সন্দেহে আটক করে জিজ্ঞাসা করলে তাহার কোন সদুত্তর দিতে না পারায় অত্র ঘটনা বা অন্য কোন ধর্তবা অপরাধে জড়িত থাকার সন্দেহে ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় গ্রেফতার করে তারাকান্দা থানার জিডি নং-৩০, আজ ১সেপ্টেম্বর থানা হেফাজতে রাখে। উপরোক্ত মামলাটির সহকারী পুলিশ সুপার ফুলপুর সার্কেল ময়মনসিংহ এর নেতৃত্বে অফিসার ইনচার্জ তারাকান্দা, তদন্তকারী কর্মকর্তা তদন্তের এক পর্যায়ে জানতে পারে যে, ১। সোহেল মিয়া (৩৫), পিতা-শাহ জাহান, ২। শাহীন মিয়া (৪৫), পিতা- আঃ জব্বার খান, ৩। আব্দুল বারেক (৪০), পিতা-আলী আকবর সর্ব সাং-দলদিঘী, থানা-তারাকান্দা, জেলা- ময়মনসিংহগণ ঘটনাটি সংগঠিত করেছে। আসামী সোহেল মিয়া জিজ্ঞাসাবাদে জানায় যে, ঘটনার ৫ থেকে ৬ দিন পূর্বে আসামী সোহেল, শাহীন ও বারেকগন আসামী শাহীনের ঘরে বসে পরিকল্পনা করে ভিকটিম লাল মিয়াকে হত্যা করে লাশ গুম করবে এবং মোবাইলে টাকা চাইবে। উক্ত পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ খুজতে থাকে। গত ২৯/০৮/২০১৩ তারিখ রাত অনুমান ১০ঘটিকার সময় ভিকটিম লাল মিয়া নিজ গ্রামস্থ জনৈক কাশেম এর দোকানে চা খেয়ে পশ্চিম দিকে যেতে থাকে। আসামী সোহেল মিয়া ও আব্দুল বারেক দুইজন মিলে ভিকটিম কে অনুসরন করে পিছনে পিছনে যায়। কিছু দূর যাওয়ার পর আসামী সোহেল মিয়া পুকুরে মাছ দেখার কথা বলে ভিকটিম লাল মিয়াকে ঘটনাস্থল বর্নিত সোহেলের পুকুর পাড়ে নিয়ে যায়। তখন কৌশলে সোহেল মিয়া পুকুরে খাবার দিতে থাকে এবং শাহীন মিয়া এর জন্য অপেক্ষা করতে থাকে। অনুমান ১০ মিনিট পর ঘটনাস্থলে শাহীন মিয়া আসে এবং সোহেল মিয়া ও আব্দুল বারেক ভিকটিম কে ধরে রাখে শাহীন মিয়া প্রথমে কাচি দিয়া ভিকটিমের গলায় ফেস দেয়া এবং পেটের দুই পাশে চাকু দিয়া ঘাই দেয়। ভিকটিমের মৃত্যু নিশ্চিত হইলে সোহেল মিয়ার ফিসারীর পুকুরে ফেলে দেয়। শাহীন মিয়া এবং আব্দুল বারেক চলে যায়। আসামী সোহেল মিয়া ভিকটিমের লাশ বস্তায় ভরে এবং অন্য একটি বস্তায় বালি মাটি ভরিয়া লাশের বস্তার সহিত বাধিয়া ভিকটিমের লাশ তাহার ফিসারীর পুকুরের পাশে জনৈক মজিবর রহমান এর পুকুরে ফিসারীর পুকুরে ফেলে দিয়ে লাশ গুম করে। আসামীগণ গত ইং-২৯/০৮/২০২৩ খ্রি: রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় হইতে একই তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অত্র মামলার ভিকটিম লাল মিয়া খানকে অপহরণ করে ধারালো অস্ত্রদ্বারা আঘাতে হত্যা করে লাশ গুম করে। আসামীরা ঘটনার সত্যতা স্বীকার করেছে।এব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি আবুল খায়ের সুহেল জানান ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় অপহরণ করে হত্যা করে লাশ গুম করার ঘটনায় জড়িত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com