রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

News Headline :
ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্ব ভোগীরা বড় সমস্যা- মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৪তম তিরোধান দিবস ২০২৪ উদযাপনের আজদ্বিতীয় দিন ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার ন্যায় বিচার পেলে আওয়ামী লীগের জীবনের স্বাদ মিটে যাবে-নওগাঁ জামায়াত আমির রাবি’তে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার ফুলবাড়ীতে বিএনপি‘র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২ পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসীদের গুলি ল্যাংড়া বিপু গুলিবিদ্ধ পাবনায় স্বপনের অফিস ভাংচুর করলেন শিমুল সমর্থক হামলা-পাল্টা হামলা পাবনা র‌্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার

তারাগঞ্জে সপ্রাবি এর প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম-স্বেচ্চাচারিতা ও কর্মে ফাঁকি দেওয়ার অভিযোগ

Reading Time: 3 minutes

জুয়েল ইসলাম, তারাগঞ্জ রংপুর :

রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানব শেখর রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-স্বেচ্ছাচারিতা ও কর্মে ফাঁকির অভিযোগ উঠেছে। তার অপসারণের দাবিতে অধিকাংশ সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না অভিভাবকরা। স্কুলের হাজিরা রেজিষ্টারে প্রধান শিক্ষক মানব শেখর রায়ের নিয়মিত উপস্থিতি থাকলেও বেশিরভাগ দিনই তিনি স্কুলে অনুপস্থিতি থাকেন। শিক্ষকরা সপ্তাহে দুই – একদিন বিদ্যালয়ে এসে পুরো সপ্তাহের স্বাক্ষর করে যান। প্রধান শিক্ষকের এমন কান্ডজ্ঞানহীন দায়িত্ব পালনের সুযোগে অন্যান্য শিক্ষকগণ পাঠদান এবং স্কুলে আসা-যাওয়া করছেন নিজের খেয়াল খুশিমত। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে বিদ্যালয়টিতে ধীরে ধীরে শিক্ষার্থীর উপস্থিতি শূন্যের দিকে যাচ্ছে। সরকারি নির্দেশনায় প্রতিদিন পাঠদানের আগে ছাত্র-ছাত্রীদের সমাবেশ, শপথ ও জাতীয় সংগীত বাধ্যতামূলক হলেও দীর্ঘদিন ধরে জাতীয় সংগীত ও সমাবেশ হচ্ছে না। গত রোববার (২৩ অক্টোবর ২০২২) সকাল ৯ টায় সরেজমিনে রহিমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গেলে দেখা যায়, ছাত্র-ছাত্রীদের কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ কেউ খেলাধুলা করছে। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে শিক্ষক কণিকা রানী ফোন দিয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের তাড়াতাড়ি স্কুলে আসতে বলেন। তড়িঘড়ি করে মাত্র ১০/১৫ জন শিক্ষার্থী নিয়ে একাই ছাত্রছাত্রীর সমাবেশ (পিটি ক্লাস) শুরু করেন দেন। অথচ সেখানে সকল শিক্ষকের উপস্থিত থাকার কথা ছিল। রহিমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কণিকা রানীকে অন্যান্য শিক্ষকদের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, অনেকেই দূর-দূরান্ত থেকে আসেন, আবার কেউ কেউ রংপুর থেকে আসেন। তাই একটু লেট হয়। ৯.২৮ মিনিটে বিদ্যালয়ে আসেন শিক্ষক সুচিত্রা রানী। সাংবাদিক দেখে হাজিরা রেজিষ্টারে আগমনের সময় লেখেন ৯.০০ টা। এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি যখনই আসি আর যাই না কেন আগমনের সময় ৯.০০ টা আর প্রস্থানের সময় ৩.১৫ লিখি । রংপুর থেকে আসেন আরেক শিক্ষক শ্যামলী রানী। উপস্থিতির রেজিষ্টার মোতাবেক জানা যায়, ১১ থেকে ১৩ অক্টোবর (তিনদিন) ও পরের দুই দিন শুক্র ও শনিবার (দুইদিন) মোট ৫ দিনের ছুটিতে ছিলেন। এরপর ১৬ থেকে ১৮ অক্টোবর (তিনদিন) স্কুলে আসেন। আবার ১৯ ও ২০ অক্টোবর (দুইদিন) স্কুলে আসেননি। সেই সাথে আবারো শুক্র ও শনিবার (দুইদিন) মোট ৪ দিন ছুটিতে ছিলেন। ২৩ তারিখে বিদ্যালয়ে আসেন শ্যামলী রানী। কিন্তু ২১ ও ২২ তারিখের উপস্থিতি ঘরে সিএল লেখা ছিলনা। প্রতিনিধিদের উপস্থিতিতে ওই ২ দিনের ফাঁকা ঘরে আগমন ও প্রস্থানের সময় লিখতে না পেরে ক্ষেপে যান তিনি। আরেক শিক্ষিকা কণিকা রানী প্রতিবেদকের সামনেই খসখস করে আগমন ও প্রস্থানের মোট ৯ দিনের সময় ও স্বাক্ষর লিখলেন। সব দিনই আগমন ৯.০০ টায় ও প্রস্থান ৩.১৫ মিনিটে লিখলে প্রতিবেদক তার কাছে জানতে চায় , আপনি এক দিনেই ৯ দিনের স্বাক্ষর করলেন কেন? আবার সবদিনেই একই সময়ে এসেছেন – গিয়েছেন তা কিভাবে আপনার মনে থাকল? কণিকা রানী জানান, আমাদের সকল সহকর্মীরাও একই ভাবে যাওয়া-আসার সময় লেখেন। তাই আমিও লিখি। প্রতিবেদকদের দেখে তড়িঘড়ি করে হাজিরা রেজিষ্টারে আগমন ও প্রস্থানের সময় লিখতে গিয়ে পরবর্তী দিনের অর্থাৎ ২৪ তারিখের সহ স্বাক্ষর করে ফেললেন দুই শিক্ষক সুচিত্রা রানী ও কণিকা রানী। উপস্থিতি রেজিষ্টারে নিয়মিত উপস্থিত অনুপস্থিত শিক্ষকদের তদারকি করা ও সিএল লেখার বিষয়ে অনীহার কারণ জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানব শেখর রায় বলেন, আসলে শ্যামলী রানী আসেননি তা আমার মনে ছিল না। তাই লেখা হয়নি। পরের দিনও মনে ছিল না লিখতে। আসলে বয়স হয়েছে তো তাই প্রায়ই লিখতে ভুলে যাই। অভিভাবক মানিক মিয়ার সাথে কথা হলে তিনি জানান, তাদের ছেলে-মেয়েরা বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হচ্ছে। কিন্ত প্রধান শিক্ষকের প্রশাসনিক স্বেচ্ছাচারিতার কারণে ছাত্র-ছাত্রীরা স্কুলে এসে পড়া লেখা বাদ দিয়ে খেলা-ধুলা , গল্প-আড্ডা আর সবজি বাগানে কাজ করে বাড়ি চলে যাচ্ছে। আরেক অভিভাবক কমল কান্তি রায়ের সাথে কথা হলে তিনি দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলেন , আমার শিশু শ্রেণীতে পড়া ৪ বছরের ছোট্ট ছেলেটি কয়েকদিন আগে বিদ্যালয় কক্ষের চটে অল্প একটু বমি করেছিল। কিন্তু স্কুলের শিক্ষিকা সুমিতা রানী আমার বউকে পূজা বাদ দিয়ে স্কুলে আসতে খবর পাঠায়। তড়িঘড়ি করে আমাকেও ডাকে। গিয়ে জানতে পারি আমাদের সন্তান অসুস্থ হয়েছে সেজন্য ডাকা হয়নি বরং চট ধুইয়ে দিতে ডেকেছেন শিক্ষকরা। বাধ্য হয়ে আমি দুইটি বড় বড় চট নদীতে নিয়ে গিয়ে ধুয়ে দেই । শিক্ষক সুমিতা রানীর কাছে অভিভাবককে চট ধোয়ার জন্য বাধ্য করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কি বমি নিজে ধোব? প্রধান শিক্ষকের নির্দেশেই আমি যা করার করেছি। আপনাদের যা মন চায় লেখেন । স্থানীয়রা জানান, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করলে হেড মাস্টার তাদেরকে গালমন্দ করেন এবং তাদের বিরুদ্ধে থানায় মামলা করার হুমকি দেন। তারা জানান, মানব শেখরের দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাতের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা), ইউএনও বরাবর সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হয়। কিন্তু অর্থ দিয়ে পরপর দুই বার তদন্ত কমিটিকে প্যাকেট করে প্রতিবেদন নিজের পক্ষে নিতে চেষ্টা করে যাচ্ছেন তিনি। প্রধান শিক্ষক মানব শেখর রায় বলেন, আমার বিরুদ্ধে এলাকাবাসীর আনিত অভিযোগ সঠিক নয়। আমি সময়মতো এবং নিয়মিত বিদ্যালয়ে যাই। বরাদ্দের চেয়ে বেশি টাকা ব্যয় করি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসব স্বেচ্ছাচারিতার ডকুমেন্টস দেখে বিস্মিত হন ও নোট টুকে নেন। প্রতিদিনের আগমন- প্রস্থান নিয়মিত লেখা ও সিএল না লেখাটা নিয়ম বহির্ভূত কাজ। এছাড়া কোন অভিভাবকে চট ধুইয়ে দিতে বাধ্য করাটা অশোভনীয় । এসময় দায়িত্বের অবহেলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের আশ্বাস দেন তিনি। ইউএনও রাসেল মিয়া বলেন, আমি নিজেও প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশুনো করেছি । এ ধরনের অনিয়ম সত্যিই উদ্বেগ জনক। এর আগেও রহিমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানব শেখরের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছিলাম।শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরাকে বিষয় গুলো তদন্ত করার নির্দেশ দিয়েছি। আমি নিজেই ওই প্রতিষ্ঠানে যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com