শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু!! গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ১২০ শিক্ষার্থীদের পথচলা পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শেরপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা মাদক সমাজের ক্যান্সার এটা প্রতিরোধে প্রশাসনের অনিহা-শিমুল বিশ্বাস গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার সার-বীজ পাচার রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না-সারজিস আলম গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে-শিমুল বিশ্বাস

তিতাসে হত্যা মামলা তুলে না নিলে কল্লা কেটে ফুটবল খেলার হুমকি

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা :
কুমিল্লা জেলার তিতাস উপজেলার একাধীক হত্যা মামলার আসামীরা বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে এই ঘটনায় বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগে জানা যায় -উপজেলার জগতপুর ১ম দশানি পাড়ায় অাশেক মেম্বারের সাথে জায়গা-জমির ও নির্বাচন নিয়ে বিরোধ রয়েছে কামালউদ্দিনের। দীর্ঘদিন চলমান বিরত থাকায় এরই রেশ ধরে আশেক মেম্বার ও তার সহযোগীরা কামাল উদ্দিন কে ঘায়েল করার জন্য তার ছোট ছেলে নয়ন (২২)কে ২৫ আগষ্ট ২০১২ সালে হত্যা করে পার্শ্ববর্তী ডোবাতে ফেলে রেখে যায়। ঘটনার দুই দিন পর নয়নের মৃতদেহ উদ্ধার করে তিতাস থানা পুলিশ। এই ঘটনায় নয়নের পিতা বাদী হয়ে আশেক মেম্বার সহ চিহ্নিত সাতজন ও অজ্ঞাত চার-পাঁচজনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করে। যার মামলা নং ১৩/২০১২ অভিযুক্ত আসামিরা গ্রেফতার হয়। আদালত থেকে জামিনে বের হয়ে এসে আরও বেপোরোয়া হয়ে যায়। মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে চাপ প্রয়োগ করতে থাকে। এ নিয়ে বাদী কামালউদ্দিনের সাথে আসামিদের একাধিকবার বাকবিতণ্ডা হয়। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালে ১৪ জানুয়ারী বাঁদিকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে অাশেক মেম্বার এর নেতৃত্বে রিয়াজ,কাজী আরিফ,সওদাগর মিয়া সহ ১৮/১৯জন একজোট হয়ে পরিকল্পিতভাবে কামালউদ্দিনের উপরে হামলা চালায়। হামলাকারীরা কামাল উদ্দিন কে কুপিয়ে রক্তাক্ত করে মৃত ভেবে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে ফেলে রাখে।স্থানীয়রা সংবাদ পেয়ে কামালউদ্দিন কে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করে দীর্ঘদিন সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিল যা এখনও চলমান।। এই ঘটনা কামাল উদ্দিনের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করে যার মামলা নং ০৮/২০১৯ । এত বিবাদীরা ক্ষ্যান্ত হয়নি। বিবাদীরা বাদী ও তার পরিবারের সদস্যদের এক এক করে হুমকি দিয়ে যাচ্ছে। বাদী কামালউদ্দিন আরও জানায়–সম্প্রতি মামলা তুলে নেওয়ার জন্য নতুন করো আসামী আশেকের ভাই ফ্রান্স প্রবাসী আকিজ বাদীর ছেলে লিটন কে ফোনে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং ওর মা হত্যা রিনা বেগমকে নিয়ে স্কালডিং ভিডিও তৈরী করে তার ম্যাসেঞ্জারে পাঠায়। মামলা তুলে না নিলে উক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়। অপরাধীকে হত্যা মামলার বাদীর কল্লা কেটে ফুটবল খেলবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে হুমকি দেয় হত্যা মামলার ১ নং আসামী আশেক মেম্বার। এ ঘটনায় কামালউদ্দিন পুনরায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী করে। উল্লেখ্য ২০১৮ সালে অপর একটি গঠনায় পূর্ব শত্রুতার জের ধরে আশেক মেম্বারের নেতৃত্বে হামলা চালিয়ে গুলি করে পাশ্বর্বতী এলাকার মনির হোসেন কে হত্যা করে। মনির হোসেনের ছেলে বাদী হয়ে আশেক মেম্বর সহ অভিযুক্তদের বিবাদী করে তিতাস থানায় অভিযোগ দায়ের করে। যার মামলা নং-০৭/২০১৮। যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এদিকে কামাল ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছে। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ও তার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com