বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন, শেরপুর:
শেরপুরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে তিনতলাবিশিষ্ট ওই ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দূরদর্শী সিদ্ধান্তে অন্যান্য শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও এগিয়ে যাচ্ছে। মাদ্রাসাতেও ডিজিটালাইজেশনের ছোঁয়া লেগেছে। এই তেরাবাজার মাদ্রাসার ছাত্র হাফেজ মাওলানা মিনহাজ উদ্দিন সরকারের কাছ থেকে লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সার হয়েছে। সে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারও নিয়েছে, যা এই মাদ্রাসার জন্য গর্বের বিষয়। তিনি আরও বলেন, শেরপুরের ঐতিহ্যবাহী এ মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে এর আগে এক কোটি টাকা অনুদান দিয়েছিলাম। ওই টাকায় মাদ্রাসার বহুতল একাডেমিক ভবন কাম মার্কেট নির্মাণ করা হয়েছে। এখন থেকে এই মার্কেটের প্রাপ্ত ভাড়া দিয়ে মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা সহজেই পরিশোধ করা সম্ভব হবে। এজন্য কারও হাতের দিকে তাকিয়ে থাকতে হবে না। এদিন তিনি মাদ্রাসায় আরও ৫০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. ফখরুল মজিদ খোকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামীম হোসেন, মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা সিদ্দিক আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ, প্রেসক্লাব সভাপতি আ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ। পরে এক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা সিদ্দিক আহমেদ।