admin
- ৮ জানুয়ারী, ২০২৩ / ১৮১ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মিটিং মিছিল করানোর প্রতিবাদে মেরুং উত্তর আওয়ামী লীগের সভাপতি ও ৪ নং ইউপি সদস্য মোহাম্মদ আমজাদ ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে। রবিবার(৮ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার কলেজ গেইট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে মেরুং ইউপির সর্বস্থরের জনগণ। এর আগে সকাল ১০টায় মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী উপজেলার হোটেল ইউনিটির হলরুমে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মিটিং মিছিল করানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। এসময় মাহমুদা বেগম লাকী তাঁর লিখিত বক্তব্যে বলেন, গত নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের দলীল মনোনয়ন পেলে সর্বস্থরের জনগনের ভোটে মেরুং ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এরমধ্যে সরকারের দেয়া সকল সুবিধাদী সাধ্য অনুযায়ী ইউপির উন্নয়ন ও জনগনের মাঝে পৌছে দিয়েছি। সম্প্রতি উত্তর আওয়ামী লীগের সভাপতি ও ইউপির ৪নং সদস্য মোহাম্মদ আমজাদ হোসেনসহ তার কয়েকজন সহযোগী মিলে আমার থেকে অনৈতিক সুবিধা পেতে মরিয়া হয়ে ওঠে। তাঁদেরকে অনৈতিক সুবিধা থেকে বঞ্চিত করায় গত ৬জানুয়ারি মেরুং উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভার নামে এলাকার একাংশ নেতাকর্মী ও সাধারণ মানুষকে দাওয়াত দিয়ে এনে পূর্ব পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে মিটিং ও মিছিল করিয়েছে। অথচ মিটিং ও মিছিলের দুই-তৃতীয়াংশ লোকই জানতেননা আমার অপরাধ কি ছিলো। আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার নকশা তৈরি করেছে তাঁরা। আমি সংশ্লিষ্টদের কাছে এমন ঘৃণ্য ও নেতিবাচক কাজে জড়িতদের বিচার দাবি করছি।