সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শরিফ মিয়া,জামালপুর:
জামালপুরের দেওয়ানগঞ্জে সাবেক পৌর মেয়র শাহ্ নেওয়াজ (শাহেনশা ) মৃত্যুবরণ করেছে। সে দেওয়ানগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড চরভুব সুর ঠুটাপাড়া এলাকার বাসিন্দা।আজ শনিবার (২৬ আগস্ট) সকালে তার মৃত্যু দেহ আত্মীয়-স্বজন দেখতে পায়। সন্দেহ হলে দেওয়ানগঞ্জ মডেল থানায় সংবাদ দিলে পুলিশ ফোর এসে লাস উদ্ধার করে থানায় নেওয়া হয়।এলাকা সূত্রে জানা যায়, তার দামপত্র জীবনে ২ স্ত্রী, ২ সন্তান। বড় স্ত্রীর নাম কাকলি বেগম তার ১ ছেলে , ছোট স্ত্রীর নাম শিলা আক্তার তার ১ ছেলে ।জানতে চাইলে মৃত্যু ব্যক্তির স্বজন তার মামা গোলাম মোস্তফা আবু, বড় স্ত্রী কাকলি বেগম ও বন্ধু হাবিবুল ইসলাম মেরাজ জানান, আমাদের সন্দেহ হওয়াতে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ জানাই।এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ মডেল থানার এস আই হারুনুর রশিদ জানান, সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে । রিপোর্ট অনুসারে ব্যবস্থা নেয়া হবে।