বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
Reading Time: 3 minutes
নিজস্ব প্রতিবেদক:
খুলনা,কিশোরগঞ্জে,টাঙ্গাইল,বাঘায়,রাজবাড়ী,ও পাইকগাছায়, মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করেন ।
খুলনা
প্রধানমন্ত্রীর উদ্বোধনে পাইকগাছায় মজিব বর্যের উপহারের রঙিন ঘর সহ জমি পেলেন ৩শ পরিবার। পাইকগাছায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীনদের মাঝে তৃতীয় লিঙ্গের ৩টিসহ মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ঘর উপহার দেয়া হয়েছে। রোববার মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘর ও দলিল হস্তান্তর করেন। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে হরিঢালী, কপিলমুনি, লস্কর, চাঁদখালী, সোলাদানা, গদাইপুর, রাড়ুলী ও গড়ইখালী ইউনিয়নে ঘরের দলিল হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে দলিল হস্তান্তরের উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার। বেলা ১টায় হরিঢালী ইউনিয়নের গোলাবাড়ীস্থ ভূমিহীন তৃতীয় লিঙ্গের ৩টি পরিবারের মাঝেআনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ।
রাজবাড়ী
এছাড়াও রাজবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া গৃহহীনদের ঘর প্রদান । ঘর পেলো (৪৩০) গৃহহীন পরিবার। রোববার সকালে সদর উপজেলার পরিষদ মিলনায়তনে এ জমি ও ঘর হস্তান্তরের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমি। মোঃ সায়েফ এর সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডিসি দিলসাদ বেগম, এবং রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ।এছাড়াও আরো টাঙ্গাইলের মধুপুরে মুজিববর্ষে “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার “এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে গৃহহীন ও ভূমিহীন ২০০টি পরিবার পেল পাঁকা ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মধুপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপহার হস্তান্তর করা হয়।
মধুপুর
সারা বাংলাদেশে ৫৩ হাজার ৩ শত ৪০ পরিবারকে ভুমি ও একক গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ২০০টি পরিবারের মধ্যে ২ শতক করে জমি রেজিস্ট্রিকৃত কবুলিয়ত নামজারীকৃত খতিয়ান, ডিসি আরসহ ঘর প্রদান করা হয়। মধুপুর উপজেলা পরিষদের হলরুমে রবিবার (২০জুন) সকাল ১১টায় দ্বিতীয় পর্যায়ে ২০টি পরিবারের মাঝে জমির কাগজ পত্র ও চাবি হস্তান্তর করেন যথাক্রমে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু , মধুপুর পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, সহ মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জমি, গৃহ প্রাপ্ত পরিবারগন।………………….
নীলফামারী
কিশোরগঞ্জ নীলফামারীতে মুজিব শত বর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় গৃহহীনদের নিকট জমি ও গৃহ প্রদান করে আবারও বিশ্ব ইতিহাসে রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নে লালিত সোনার বাংলা নির্মাণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরনির্ভরশীলতার গ্লানি মুছে মর্যাদার সাথে বাঁচার স্বপ্নে উপকারভোগীদের মাঝে ভাগ্যবদলের পেরেক ঢুকিয়ে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী মিটিংয়ে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে ১৫০টি গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। রবিবার সকালে উপজেলা হলরুমে বর্ণিল আয়োজনে আনন্দঘন পরিবেশে জমির দলিল সহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম, এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারি পাইলট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, সহকারি কমিশনার( ভূমি) রাকিবুজ্জামান রাকিব, কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল, উপজেলা আ’লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল, এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন,এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
বাঘা,রাজশাহীঃ
মুজিববর্ষ উপলক্ষে দেশব্যপী এক যোগে ৫৩ হাজার ৩৪০ ভূমিহীন- গৃহহীন পরিবারের মাঝে (২য় পর্যায়ে) জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর অংশ হিসেবে রবিবার (২০জুন)রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে ২য় পর্যায়ে উপকারভোগী ৩৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা চামেলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামীলীগের যূগ্নসম্পাদক বাঘা উপজেলা চেয়ারমান এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু।
বাঘায় ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান এ্যাডঃলায়েব উদ্দিন লাভলু,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,বাঘা অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম,উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু,সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির,বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক,গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রবি,মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম,বাঘা উপজেলা সকল দপ্তরের প্রধান কর্মকর্তা বৃদ্ধ,শিক্ষক,ইমাম,সাংবাদিক ও সমাজের সূধীমহল প্রমূখ।