সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
Reading Time: 6 minutes
রাজু আহমেদ রাজবাড়ী :
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা, মসজিদে মিলাদ মাহফিল ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন উপজেলার প্রশাসন। বৃহস্পতিবার সকাল ০৮টায় উপজেলার প্রশাসনের চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুল হক খান, ও উপজেলার পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,পৌরসভার মেয়র,থানার (ওসি, আওয়াামীলীগে নেতা বিন্দু সহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শেখ কামালের ৭২ তম জম্মবার্ষিকী উপলক্ষে পরে বেলা ১১টার দিকে গোয়ালন্দ প্রপার হাই স্কুলের মাঠ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন এর সঞ্চালনায়, আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজলা আ. লীগের সভাপতি মো. মোস্তাফা মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম নার্গিস পারভিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমেন্ডার মো. সামাদ মোল্লা, পৌর আ. লীগের সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম সুজ্জাল, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুছ আলী মোল্লা, গোয়ালন্দ উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দক খোকন প্রমুখ।আয়োজিত আলোচনা সভা শেষে দুপুরে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়।শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বিকালে বৃক্ষরোপণ করেন উপজেলা প্রশাসন।
মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া :
কুষ্টিয়া পুলিশ সুপারের নেতৃত্বে শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। অদ্য ৫ আগস্ট ২০২১ স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এঁর জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কালেক্টরেট চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে স্বাস্হ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং চারাগাছ বিতরণ ও রোপনে অংশ গ্রহন করেন জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), কুষ্টিয়া, ডিআইও(১), আরওআই এবং অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানাসহ জেলা পুলিশের অফিসার ফোর্সগণ।
আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল:
শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বৃক্ষরোপণ, মাস্ক বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র ক্যাপ্টেন শেখ কামালের জন্ম বার্ষিকী টাঙ্গাইলের মধুপুরে পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের প্রশান্তি চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন সহকারি পুলিশ সুপার (মধুপুর ও ধনবাড়ী সার্কেল) শাহীনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যঅন যষ্ঠিনা নকরেক, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ। এদিকে ইসলামিক ফাউন্ডেশন মধুপুরের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদসহ মধুপুরের সকল মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এম মনিরুজ্জামান,পাবনা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর থানার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও থানা চত্বরে বৃক্ষরোপণ করা হয়।থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (সুজানগর-আমিন পুর) সার্কেল রবিউল ইসলাম।এ সময় থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল কুদ্দুস,এস আই মাসুম বিল্লাহ, রাসিদুল,বেলাল, দিপু সহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দৌলতপুর , কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলাচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউ,এন,ও শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: এজাজ আহমেদ মামুন, আরও বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, টি,এইচ,ও তোহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু প্রমুখ। এর আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্ম ১৯৪৯ সালের ৫ আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের সদস্যদের সঙ্গে শহিদ হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ কামাল এ দেশের ক্রীড়া ও সংস্কৃতিজগতের এক উজ্জ্বল নাম। সংগঠক হিসেবে তিনি অতুলনীয়। তারই নেতৃত্বে গড়ে ওঠে আবাহনী ক্রীড়া চক্র, আজকের আবাহনী লিমিটেড। স্পন্দন শিল্পীগোষ্ঠীের প্রধান সংগঠক শেখ কামাল বাংলাদেশের আধুনিক নাট্যচর্চার অন্যতম পথিকৃত্। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সরাসরি যুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মুহম্মদ আতাউল গনি ওসমানীর এডিসি ছিলেন তিনি। স্বাধীনতার পর সেনাবাহিনী ত্যাগ করে তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। যুদ্ধোত্তর বাংলাদেশে যুবমানস গঠনে অধুনিক চিন্তা ও সৃজনশীলতার কর্মযজ্ঞে নেতৃত্ব দিয়েছিলেন শেখ কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্টের প্রথম শহিদ। বিধাতার কী নিষ্ঠুর বিধান যে বাঙালির রক্ত ঝরা শোকাবহ আগস্টেই শহিদ শেখ কামালের জন্মদিন। বুকে পাথরচাপা কষ্ট নিয়ে আজ আমরা তাকে শুভেচ্ছা বা শ্রদ্ধাই কেবল জানাতে পারি। মনের বিশাল দরজা-জানালা খুলে দিয়ে উদাত্ত স্বরে বলতে পারি না ‘শুভ জন্মদিন’। সবাই মিলে গাইতে পারি না, ‘হ্যাপি বার্থ ডে টু ইউ শেখ কামাল’। শেখ কামালের সঙ্গে যারা নানা কর্মকাণ্ডে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন তারা সম্মিলিত হয়ে তার জন্মদিন পালন করেছিলেন ভালোবাসায় ও শ্রদ্ধায়। জন্মদিন পালনে জাতীয় প্রেসক্লাবের পাশাপাশি তাড়াশ প্রেসক্লাব ও তাড়াশ মডেল প্রেসক্লাব সহ তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিসে ও দলীয় নেতা কর্মী ও সতীর্থ-স্বজনেরা একটি ৭২ তম শুভ জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। এ আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কর্মকার উপস্থিত ছিলেন তাড়াশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু সহ ওয়ার্ড আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ ও থানা আওয়ামী লীগের সকল নেতা কর্মী ও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ ফরহাদ হোসেন বিদ্যুৎ সহ যুবলীগের ওয়ার্ড ও ইউনিয়ন ও থানা আওয়ামী যুবলীগের সকল নেতা কর্মী। উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক কর্মীরা সহ সাধারণ জনতার একাংশ। আলোচনা সভায় আলোচিত হয় মুক্তিযোদ্ধা শেখ কামাল স্বাধীন বাংলাদেশে উদ্দীপ্ত যৌবনের দূত হিসেবে এসেছিলেন। চেয়েছিলেন এ দেশের যুবমানস নতুন ও আধুনিক করে গড়ে তুলতে। খেলার মাঠ থেকে নাটকের মঞ্চ, সংগীত ভুবন থেকে জাতীয় রাজনীতি—সবখানেই তিনি আলোড়ন তুলেছিলেন। নতুন প্রতিভা অন্বেষণ করতেন তিনি । সবাইকে সমানভাবে আগ্রহ জোগাতেন। বন্ধুবত্সল, পরোপকারী শেখ কামালের সততা, রুচির পরিচ্ছন্নতা, দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা ও প্রগাঢ় নিষ্ঠার পরিচয় পাওয়া যায় তার কর্মযজ্ঞের প্রতিটি পদক্ষেপে। একই সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষ নেতৃত্বের গুণে তিনি হয়ে উঠেছিলেন যথার্থ যুবনেতা। শেখ কামালের চরিত্রের বহুমাত্রিকতা আজকের দিনের সকলের জন্য শিক্ষণীয়। ‘উদ্দীপ্ত যৌবনের দূত’ প্রকাশনাটি খুব বড় কলেবরে করা সম্ভব হয়নি প্রধানত আর্থিক সামর্থ্যের কারণে। কিন্তু প্রকাশনাটি সমৃদ্ধ হয়েছিল বেশ কয়েকটি অর্থবহ লেখায়। তথ্যবহুল লেখকের তালিকায় ছিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম থেকে শুরু করে ডাকসুর কর্মচারী গোপাল চন্দ্র দাস এবং শহিদ মধুদার ছেলে অরুণ দে পর্যন্ত। সবচেয়ে তথ্যবহুল এবং সংরক্ষণে রাখার মতো নিবন্ধনটি লিখেছিলেন বন্ধু ড. হাবিবুল হক খোন্দকার। তার নিবন্ধে অনেক অজানা তথ্য ছিল ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির অভ্যন্তরীণ আবহ সম্পর্কে। তথ্য ছিল শেখ কামাল এবং তার নববিবাহিতা স্ত্রী কৃতী ক্রীড়াবিদ সুলতানা কামাল সম্পর্কে। ড. খোন্দকার ছিলেন শেখ কামাল এবং সুলতানা আহমেদ খুকীর সহপাঠী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে একসঙ্গে পড়তেন। খোন্দকার হাবিবের লেখা থেকে জানা যায় শেখ কামাল এবং সুলতানা খুকী লেখাপড়াতেও মেধাবী ছিলেন। সমাজবিজ্ঞান বিভাগে তাদের আরেক সহপাঠী তওরিদ হুসেইন বাদলকে যখন ‘উদ্দীপ্ত যৌবনের দূত’-এর জন্য একটি স্মৃতিকথা লেখার অনুরোধ করা হলো তখন বাদলের তাত্ক্ষণিক উত্তর ছিল, শেখ কামালের কোনো স্মৃতি নাই। শেখ কামাল আমাদের কাছে জীবনভর জীবন্ত হয়ে আছেন ও থাকবেন। সর্বশেষ শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর রুহেরমাগফেরাত কামনা করে শুভ জন্মদিন প্রিয় নেতা। আলোচনা সভা জন্ম দিন উপলক্ষে কেক কর্তন ও দোয়া মাহ্ফিলের সকল কার্যক্রম শেষ করা হয়।
আব্দুল বাসেদ, নোয়াখালী :
নোয়াখালীতে বঙ্গবন্ধুর জৈষ্ঠপুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা ও দোয়া আয়োজন করা হয়।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম সেলিম চৌধুরী, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ।
আলোচনায় অংশ নেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, জেলা আওয়ামী লীগের নেতা আবদুল মমিন বিএসসি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছেরসহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মোনাজাতে শেখ কামাল ও বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের জন্য দোয়া করা হয়।