বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
হযরত বেল্লাল,গাইবান্ধা:
২০২৪ সালে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলার নির্ধারিত ভোট কেন্দ্র সমুহ পরিদর্শন শুরু করেছেন উপজেলা প্রশাসন। সোমবার হতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১০টি ভোট কেন্দ্রে স্ব-শরীরে উপস্থিত হয়ে পরিদর্শন করছেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম ও উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী। উপজেলার তিস্তা নদী বেষ্ঠিত হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নের ভোট কেন্দ্র সমুহ পরিদর্শন চলমান রয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে উপজেলায় উপজেলা মোট ১১০টি ভোট কেন্দ্র ছিল। বিশেষ করে উপজেলার ৮টি ইউনিয়নের উপর দিয়ে তিস্তা প্রবাহিত। প্রতিবছর নদী ভাঙন অব্যাহত থাকার কারণে অনেক প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন হয়েছে। এছাড়া ২ হতে ১টি কেন্দ্র পরিবর্তনের জন্য আবেদন করেছেন এলাকাবাসি। পরিদর্শন পরবর্তী সেই সব কেন্দ্রের ব্যাপারে সিদ্ধান নেয়া হবে।উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত কেন্দ্র সমুহ পরিদর্শন করা হচ্ছে। কোন কেন্দ্র প্রতিষ্ঠানের অবকাঠামোগত এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যা থাকতে পারে। সে সব সমস্যা চিহ্নিত করে কমিশনের নিকট পাঠানো হবে।উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটাররা যেন সূষ্ঠু ও মনোরম পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই লক্ষে ভোট কেন্দ্র সমুহ পরিদর্শন করা হচ্ছে। সমস্যা সমুহ চিহ্নিত করে তা কমিশনের নিকট জানানো হবে।