বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা :
দ্রব্য মুল্যের উর্ধ্বগতি রোধে পাবনায় বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন গঠিত ভ্রাম্যমান আদালত। দুপুরে এ আদালত পৌর এলাকার বড় বাজারে দ্রব্য মুল্যের চার্ট না টাঙ্গানোয় বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক এবং খুচরা বাজারের পন্য মুল্য পর্যালোচনা করেন। এ আদালতের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান, নিরাপদ খাদ্য অফিসার শাকিলুজ্জামান, কৃষি বিপণনের খলিলুর রহমান, চেম্বার অব কমার্সের পরিচালক মাসুদুর রহমান মিন্টু, চেম্বার অব কমার্সের পরিচালক মাহবুব হাসান বাচ্চু, চেম্বার অব কমার্সের পরিচালক সাজ্জাদ পরামাণিক বাচ্চুসহ সড়ক জনপথ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।