সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনটে উপজেলা প্রশাসনের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহ’২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ মে) দুপুর ২.৩০ মিনিটের দিকে ধুনট উপজেলা খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বোরো ধান/চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বরকত উল্লাহ, পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ গোলাম সোবহান, গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা এস, এম, ফেরদৌস আলম, আওয়ামী লীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম লিটন, সহ-সভাপতি রেজাউল করিম তালুকদার দুলাল, রেজাউল করিম রেজা,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ ও মাইদুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আফসার আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব খায়রুল আলম প্রমুখ ।
এ বছর ধুনট উপজেলার দুটি খাদ্য গুদামে বোরো ধান ১১৮০টাকা মন দরে ২২৫০ মেট্রিকটন এবং চাল ৪০ টাকা কেজি দরে ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।