admin
- ৯ অক্টোবর, ২০২২ / ১৪৮ Time View
Reading Time: 2 minutes
হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া ধুনট উপজেলায় দীর্ঘ নয় বৎসর পর ২৪ অক্টোবর’২২ মাসে সম্ভাব্য আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে গরম হচ্ছে মাঠ ঘাট পথ প্রান্তর। নির্দিষ্ট ভোটারদের বাড়ি। বর্তমান ক্ষমতাসীন দলের উপজেলার শীর্ষ পদ দখলে আনতে ইতিমধ্যে বেশকিছু নেতাকর্মী সোসাল মিডিয়া সহ চালাচ্ছে প্রচারনা, সমর্থকরাও পিছিয়ে নেই এ সুযোগে পছন্দের নেতার সঙ্গে ছবি তুলে ধন্য হচ্ছেন। দিচ্ছেন পছন্দের প্রার্থীর পক্ষে বিভিন্ন মন্তব্য। প্রার্থীরা এখন উপজেলার সকল গ্রামেগ্রামে বাড়িবাড়ি ঘরেঘরে নির্বাচনী সর্বশেষ প্রচারনা চালাচ্ছেন। রোববার ০৯ অক্টোবর গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ি ইউনিয়নের সকল কাউন্সিলর ও ডেলিগেটদের নিয়ে এমনি একটি প্রচারনা অনুষ্ঠান করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনি। বর্তমান আসন্ন নির্বাচনে তিনি ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী। সভায় দুই ইউনিয়নের ভোটার বৃন্দ তাকে ভোট দেওয়ার একাত্মতা ঘোষণা করেন। ইতিমধ্যে, কয়েকমাস আগে বগুড়া জেলার বারোটি উপজেলার মধ্যে এগারোটি উপজেলায় আওয়ামীলীগের সম্মেলন হলেও ধুনট উপজেলায় সম্মেলন স্থগিত রয়ে যায়। বিশিষ্ট মহল মনে করেন গ্রুপিং, পক্ষ-পাতিত্ব, নানাবিধ জটিলতার কারনে তিন বছরের কমিটি গড়াতে গড়াতে নয় বছরের এসেও জটিলতা কাটেনি ধুনট উপজেলার আওয়ামীলীগের মধ্যে। যাহোক সবার শেষে হলেও সম্মেলন যে হতে যাচ্ছে এটাও বেশ বড় একটা ব্যাপার, আনন্দিত উৎফুল্ল সবাই। চারিদিকে সাজ সাজ রবরব ব্যাপার ক্রমেই বেড়ে চলছে। সম্মেলনকে ঘিরে ধুনটে বিদ্যমান দুটি গ্রুপে আপাততঃ তিনজন করে ছয় জনের নাম শোনা যাচ্ছে। একগ্রুপে সভাপতি দুজন, সাধারণসম্পাদক একজন। অন্য গ্রুপে সভাপতি একজন, সাধারণ সম্পাদক তিনজন এর নাম ইতিমধ্যে তাদের প্রচার প্রচারনায় জন সম্মুখে এসেছেন। সম্মেলনকে ঘিরে যারা সম্ভাব্য প্রার্থী হতে পারেন, তারা হলেন – ধুনট উপজেলা বর্তমান আওয়ামীলীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, সহ-সভাপতি এমপি পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার। ওদিকে সাধারণসম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী যারা হতে পারেন, তারা হলেন – বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক ও চেয়ারম্যান আব্দুল হাই খোকন, যুগ্ম সাধারণসম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসিন আলম এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান শরিফ ও প্রভাষক ফরিদুল ইসলাম। আসন্ন ধুনট উপজেলা আওয়ামীলীগের সম্মেলন এর ব্যাপারে বর্তমান সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক সাংবাদিকদের বলেন, বগুড়া জেলার বারোটি উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হলেও শুধু মাত্র ধুনট উপজেলা বাদ রয়ে গিয়েছিল, যা আগামী মাসে ( সেপ্টেম্বরে) অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পরে ধুনট উপজেলায় আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে – ফলে সকল নেতা কর্মীদের মাঝে এক ধরনের উত্তেজনা ও উৎসবের আমেজ বইছে বলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি জানান। তিনি আরোও বলেন বর্তমানে ধুনট উপজেলায় আওয়ামীলীগের ভগ্নদশা, বিশৃঙ্খলা, ভোটারঅধিকার ফিরিয়ে দেয়া ও আওয়ামীলীগকে সুসংগঠিত করতে তার এই পদে নির্বাচনী অঙ্গিকার। ধুনট উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মহসিন আলম বলেন – কেন্দ্রীয় ভাবে নির্দেশ এসেছে যে সম্মেলন যেকোনো ভাবে সুষ্ঠু সম্পন্ন করতে হবে। তাই প্রার্থীরা নির্দিষ্ট ভোটারদের (কাউন্সিলরদের) দ্বারস্থ হচ্ছেন। ধুনট উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আফসার আলীর সুত্রে জানাযায়, প্রতি ইউনিয়নে একত্রিশ জন করে মোট ধুনট উপজেলায় দশটি ইউনিয়ন, পৌর কমিটি তে একুশ, থানা কমিটিতে সাতষট্টি সহ সম্ভাব্য চার শতাধিক কাউন্সিলরগণ এ সম্মেলনে তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। ধুনট উপজেলা আওয়ামীলীগের কিছু নেতা বলেন প্রার্থী সঠিকভাবে নির্দিষ্ট হয়নি, দুইএক দিনের মধ্যে সঠিক প্রার্থী নির্দিষ্ট হবে এবং নাম জানা যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কাউন্সিলর বলেন অনেক সাধনার ফসল দীর্ঘদিন পরে ধুনট উপজেলা আওয়ামীলীগের এই সম্মেলন – যাতে সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং কাউন্সিলরগণ যেনো তাদের যোগ্য প্রার্থী বেছে নিতে পারেন সেটাই কামনা করেন। গোসাঁইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামে আয়োজিত এই নির্বাচনী বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল হান্নান নান্টু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল ওয়ার্ড আওয়ামীলীগের সকল স্তরের নেতৃবৃন্দ ও জনসাধারণ।