admin
- ৫ অক্টোবর, ২০২২ / ১৪৯ Time View
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
ধুনট উপজেলার ভান্ডার বাড়ী ইউনিয়নে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা একমাত্র খেলার মাঠটি এখন যেনো বড় আকারে জলাশয়। একটু বৃষ্টি হলেই মাঠে জমে যাওয়া পানিতে ডুবে পরিনত হয় জলাশয়ে, পানি বন্দি হয়ে পরে কোমলমতি শিশুরা। পানি বন্দিদশা থেকে উদ্ধার পেতে অপেক্ষা করতে হয় কয়েকদিন। বিঘ্নিত হয় পাঠদান। জলাশয় হতে ডুবন্ত স্কুল মাঠ টি উদ্ধার ও সংস্করণ করার বা চোখে দেখার যেন কেউ নেই বলে দাবি জানিয়েছেন অত্র এলাকাবাসি। সরজমিন খোঁজ নিতে গিয়ে,জানা যায় নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুরপার্শ্বের জায়গার মালিক ও বসতবাড়ি করে থাকা কিছু জনসাধারণ স্কুল মাঠটির চারিদিকে বালির বাঁধ নির্মাণ করে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে।ফলে মাঠে জমে থাকা বৃষ্টির পানি কোনভাবেই কোনদিক দিয়ে বের হতে পারে না।এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বর্তমানে ঐ স্কুল পড়ুয়া ছোট ছোট ছেলে মেয়েদের। বিদ্যালয়টির শ্রেণীকক্ষে প্রবেশ করতে এবং সেখান থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে ঐ মাঠের পানি পাড় হতে হয়। সে ক্ষেত্রে দেখা যায় কারো হাটুপানিতে আবার কারো জন্য অথৈই পানি পার হয়ে বিদ্যালয়টিতে যাওয়া আসা করতে হয়। এমতাবস্হায় অত্র বিদ্যালয়ে পড়ুয়া ছোট ছোট ছেলে মেয়েদের পাঠাতে চরম দুর্ভোগ ও হিমশিম খাচ্ছে সকল শিক্ষার্থীর অভিভাবকগন। সেই সাথে অত্র বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা এই চরম দুর্ভোগ থেকে মুক্তি পেতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর প্রতি সুদৃষ্টি কামনা করেন। শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী আশা করেন যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি উপলব্ধি করে কোমলমতি শিশুদের এই ভোগান্তি থেকে রেহাই দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এ ব্যপারে স্থানীয় বাবু চেয়ারম্যান বলেন, বরাদ্দ পেলে মাটি ফেলে মাটি একটু উঁচু করার ব্যাবস্থা করবেন।