admin
- ১০ সেপ্টেম্বর, ২০২২ / ১৪৭ Time View
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
ধুনটে ক্রমেই বাড়ছে বালু খেকো দের দৌরাত্ম। ধারাবাহিক অভিযানে কিছুদিন যমুনা নদী থেকে বালু উত্তোলন দিনে বন্ধ থাকলেও রাতে চলে হরিলুট। বালুখেকোরা চরের এমন স্পট বেছে নেন, সেখানে নৌকা ছাড়া যাওয়াতো যা-ই না রাতে তো দুরের কথা। দিনে দামি নামি কিছু বালু খেকো সাধু সেজে থাকলেও রাতে চলে জমজমাট বাণিজ্য। এমতাবস্থায় এদের ঠেকাতে ধুনট উপজেলা নির্বাহী অফিসার সন্জয় কুমার মহন্ত এর নতুন কৌশল, যা সকলকে তাক লাগিয়েছে।
০৯ আগস্ট গভীর রাতে অভিযান পরিচালনা করার ঘটনার বিবরণে নির্বাহী অফিসার বলেন, নদী, ফসলি জমি এমনকি পুকুর কেটে নিয়ম বহির্ভূত ভাবে এ বালু মাটি খেকোরা বালু মাটি তুলে সমাজে নৈরাজ্যের সৃষ্টি করছে রাজস্ব হারাচ্ছে সরকার । ভাংগনের মুখে পরে অনেক পরিবার গৃহহারা হচ্ছে। নষ্ট হচ্ছে পরিবেশ। তাদেরকে অনেক ভাবে বোঝানোর পরেও কাজ হচ্ছে না। তাই সে সকল বালু খেকো দের চ্যালেন্জ নিয়ে অভিযানে নেমেছেন। এ চ্যালেন্জ এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে। যে কোনো মূল্যে এদের দৌরাত্ম বন্ধ করতেই হবে। জনসাধারণের আন্তরিক সহযোগিতা পেলে অবশ্যই এটা বন্ধ করা সম্ভব।