admin
- ১৩ অক্টোবর, ২০২২ / ১২৩ Time View
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
অব্যাহত ধুনট উপজেলার মৎস্য অধিদপ্তরের যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২, এর বিশেষ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
ইতিপূর্বে মৎস্য অধিদপ্তর কতৃক আয়োজিত এক অনুষ্ঠানে মা ইলিশ সংরক্ষণের উপর এক জনসচেতনতা মূলক র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইলিশ মাছ ধরা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তারই ধারাবাহিকতায় ধুনট উপজেলার যমুনা নদীতে এই ঝটিকা অভিযান।
ধুনটের এই রুটিন অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার সন্জয় কুমার মহন্ত, উপজেলা মৎস্য অফিসার মির্জা ওমর ফারুক, ধুনট থানা পুলিশ, আনসার সদস্য, মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী। এসময় ৫০ এর অধিক চায়না দুয়ারী জাল, যার বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জব্দ করা হয়, অভিযানের খবর পেয়ে জেলেরা ভয়ে পালিয়ে যায় তাই আটক করা সম্ভব হয়নি, অতঃপর নদীর ঘাটে জনসম্মুখে জাল গুলো পোড়ানো হয়। অভিযানের ব্যপারে মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, এরকম অভিযান অব্যাহত আছে ও থাকবে।