admin
- ৫ নভেম্বর, ২০২২ / ১৫৯ Time View
Reading Time: 3 minutes
সারাবংলা ডেক্স:
ময়মনসিংহে সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে সমবায় দিবস উদযাপন। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে আজ শনিবার (০৫ নভেম্বর ২০২২) সকাল ১০ টায় ময়মনসিংহে সমবায় বিভাগের উদ্যোগে ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানের পূর্বে সকাল সাড়ে ০৯ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী কাচারি মোড় থেকে শুরু হয়ে নতুন বাজার ও টাউনহল মোড় প্রদক্ষিণ করে কাচারি মোড়ে এসে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় যুগ্মনিবন্ধক মোঃ মশিউর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সমবায় কর্মকর্তা মো. রবিন ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ময়মনসিংহ জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান পারভেজ। প্রধান অতিথি তাঁর ভাষণে বলেন, সমবায় আন্দোলনকে সম্মিলিত প্রচেষ্টায় সমবায়কে আরও এগিয়ে নিতে হবে। সমমনা মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমবায় আন্দোলনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ণ সম্ভব বলে উল্লেখ করেন। তিনি সমবায়ের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগকে তুলে ধরেন ৷ তিনি জানান সমবায়ের ধারণাকে কাজে লাগিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনও প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতা পরবর্তীকালে দেশের অর্থনৈতিক উন্নয়নে জাতির পিতা গণমুখী সমবায় উন্নয়নের ডাক দিয়েছিলেন। ‘৭৫ এ জাতির পিতাকে হত্যা করার মাধ্যমে ইতিহাসের ছন্দপতন না হলে সমবায়ীদের বর্তমান অবস্থার আরো উন্নতি হতো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহ টুরিস্ট পুলিশের পুলিশ সুপার এ এ এম হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী,ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ প্রমূখ।
ধনুট, বগুড়া
বগুড়ার ধুনটে বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসন, সমবায় অফিস এর আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ বর্ণাঢ্য র্যালি আলোচনা ও ক্রেষ্ট প্রদানের মধ্যে দিয়ে পালিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে র্যালি ও উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপিরাণি পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্। ধুনট থানার অফিসার ইনচার্জ, ভারপ্রাপ্ত সমবায় অফিসার ও সহকারীবৃন্দ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সমবায় সংগঠন নেতৃবৃন্দ,,সাংবাদিক বৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। আলেচনা সভায় শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সংগঠনের মাঝে সন্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। সভা পূর্বে ধর্মীয় গ্রন্থ পাঠ করা হয়।
পাবনা
পাবনার সুজানগরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে,”বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে ৫১ তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগর উপজেলা চত্বরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পতাকা উত্তোলন ও হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন বিদ্যুৎ।এ সময় আরো বক্তব্য দেন,স্বপ্ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, দেলোয়ার হোসেন। এছাড়াও উপজেলা বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুন্দরগঞ্জে সমবায় দিবস নিয়ে আলোচনা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সমবায় দিবস নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সমাজসেবা অফিসার রফিকুজ্জামান খান, সমবায় অফিসার আতাউর রহহমান, সহকারি শিক্ষা অফিসার রিপন আলী, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, শিশু উন্নয়ন সংস্থার পরিচালক ড. শফিউল ইসলাম ভূইয়া, সমবায়ী শ্যামল চন্দ্র সরকার প্রমূখ। এর আগে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন নিবন্ধনধারী ৯টি প্রতিষ্ঠানকে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।