admin
- ৬ জুন, ২০২৩ / ১১০ Time View
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
মঙ্গলবার ৬জুন’২৩ বগুড়া জেলার ধুনটে টিসিবি’র পন্য বিতরণ করা হয় ।এবার টিসিবি দু ধরনের পণ্য বিতরণ করেন ৩৬০ টাকায় । গোসাঁই বাড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় টিসিবি’র পন্য বিতরণ কালে ব্যপক উতসাহ দেখা যায় কার্ড হোল্ডারদের মধ্যে ।তবে হতাশাও পরিলক্ষিত হয় অনেকেরই মাঝে । আগত ফকির পাড়ার জুয়েল ,চুনিয়াপাড়ার আবুবকর ,মাষ্টারপাড়ার জমেলা বেওয়া আফসোসের সাথে বলেন , চিনি , পিয়াজ বেশী দরকার কিন্তু এগুলো দিলনা । চুনিয়াপাড়ার স্বপন মাষ্টার বলেন , ডাইল ই লাভ ।বাজারে তেল ১৮০ টাকা লিটার ।দুই লিটার ৩৬০ টাকা ।টিসিবি’র পন্য মূল্য ৩৬০ টাকা । তাই অতিরিক্ত যে ডাল পাওয়া গেলো , এটাই লাভ । এখনো অনেকেই আসায় আছেন ,নতুন নাম অন্তর্ভুক্ত করে আরোও গ্রাহক বাড়ানোর । টিসিবি’র পন্য বিতরণ উদ্বোধন কালে গোসাঁই বাড়ি ইউ পি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু বলেন , শিগগিরই সরকার টিসিবি’র গ্রাহক বাড়ানোর ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন ।