শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
মোঃহেলাল উদ্দিন সরকার,বগুড়া:
চালকলের ভেতর রাতে ঘুমিয়ে ছিলেন শ্রমিক শাহ আলম। গভীর রাতে চালকলের টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে যায় একটি যাত্রীবাহী বাস। যাত্রীদের চিৎকার ও বেড়া ভাঙার শব্দে জেগে ওঠেন শাহ আলম। সেখান থেকে দ্রুত সরতে গিয়ে আহত হন তিনি।বগুড়ার ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের পাশে চালকলটির অবস্থান।আহত শাহ আলম (৪০) ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাসের যাত্রীদের মধ্যে অনেকে সামান্য আহত হন। তবে আরও অবস্থা গুরুতর নয়। খবর পেয়ে রোববার রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ। এর আগেই বাসের চালক, তাঁর সহকারী ও সুপারভাইজার পালিয়ে যান। পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে ধুনট থানায় আনা হয়েছে।প্রথম আলো পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় রংপুর থেকে তিশা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১২টার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সড়কসংলগ্ন হায়দার আলীর টিনের বেড়ার চালকলের ভেতর ঢুকে পড়ে। এতে আহত হন চালকলের ভেতর ঘুমিয়ে থাকা শাহ আলম নামের এক শ্রমিক। এ ছাড়া চালকলের পাশে আরেকটি টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই ঘরে কেউ ছিলেন না।আহত শাহ আলমের বাড়ি উপজেলার তারাকান্দি গ্রামে। তিনি বলেন, তিনি অনেকদিন ধরে মাঠপাড়া গ্রামের হায়দার আলীর চালকলে কাজ করেন। রাতে ওই চালকলের ভেতরে ঘুমান। রোববার রাত ১১টার দিকে কাজ শেষ করে চালকলের মেঝেয় ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে কানে আসে মানুষের চিৎকার ও পল্লী বিদ্যুতের খুঁটি ভাঙার বিকট শব্দ। কোনো কিছু বুঝে ওঠার আগেই একটি বাস টিনের ঘরের বেড়া ভেঙে ঘরে ঢুকে যায়। বিছানা থেকে অন্য দিকে সরে গিয়ে প্রাণে বেঁচে যান। গাড়ির ভেতর থেকে হুড়াহুড়ি করে নামতে গিয়ে অনেক যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ আসার আগেই গাড়ির চালক, সহকারী ও সুপারভাইজর পালিয়ে যান।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। যাত্রীদের নিরাপদ স্থানে পৌঁছে দিতে সহযোগিতা করেছে পুলিশ। ক্ষতিগ্রস্তদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।