admin
- ৯ ফেব্রুয়ারী, ২০২৩ / ১৩৯ Time View
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার , ধুনট বগুড়া :
বগুড়া জেলার ধুনট গোসাঁই বাড়ি ইউনিয়নের অসহায় দুস্থ মহিলাদের ভিডব্লিউ বি’র বিনামূল্যে জন প্রতি ৩০কেজি চাউল বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার ৯ফেব্রুয়ারী গোসাঁই বাড়ি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে মহিলা অধিদপ্তর এর আয়োজিত ও সার্বিক তত্বাবধানে বিতরণ কার্যক্রম সকাল ১০ টায় শুরু হয় ।বিতরণ কার্যক্রমের সময়ে গোসাঁই বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চুর সাথে কথা বলে বিস্তারিত জানা যায় যে , গোসাঁই বাড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ২৭৫ জন দুস্থ অসহায় মহিলা এই বিনামূল্যে ৩০কেজি চাউল পাবেন । যারা ইতিমধ্যে সরকারি কোনো স্থান বা প্রকল্প থেকে কোনো ধরনের সাহায্য সহায়তা পাচ্ছে না তারাই এই ভিডব্লিউ বি’র ভোক্তা হবেন ।তাদের বয়স অবস্যই ১৮-৪৫ এর মধ্যে হতে হবে এবং যাদের জমিজমা নেই বা ৫ শতকের কম । চাউল বিতরণ কার্যক্রম ধুনট মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আশরাফ আলী ও গোসাঁই বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চুর এর মাধ্যমে একযোগে উদ্বোধন করা হয় । এসময় আরোও উপস্থিত ছিলেন ,ধুনট মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো: সানোয়ার হোসেন ,হিসাব সহকারী মো: আলআমিন , ইউপি সচিব মো: ফরহাদ আলী ,ইউপি প্যানেল চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম , সদস্য আবদুল করিম কিনু ,ফরিদ উদ্দিন ,ঝরনা খাতুন ,শাহআলম প্রমুখ । মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আশরাফ আলী বলেন বিনামূল্যে ৩০ কেজি চাউল বিতরণ বর্তমান সরকারের একটি জাতির কল্যাণে একটি যুগোপযোগী দৃষ্টান্ত মুলক কর্মকাণ্ড ।জোড়খালি গ্রামের অসহায় স্বামী সন্তান হীন মহিলা নবিজা খাতুন চাউল পেয়ে উল্লসিত হয়ে বলেন এসরকার গরিবের জন্য যেকাজ কর্ম করে যাচ্ছে ,তাতে তারা বেশ উপকৃত হয়েছেন – দোয়া ও করেন ।