বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ-হাবিবুর রহমান, নওগাঁ :
নওগাঁয় জেলা কারাগারে সামিরুল সরদার (২২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সামিরুল সরদার নাটোর জেলার সিংড়া উপজেলার তেমুখ সাপুরাপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
নওগাঁ কারাগারের জেল সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারীতে সান্তাহার রেলওয়ে থানার করা মাদক মামলায় কারাগারে আসে সামিরুল সরদার।
এরপর আজ ভোরে হঠাৎ অসুস্থতা বোধ করলে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরেই তার মৃত্যু হয়।
জেল সুপার আরও বলেন, হাজতির মৃতদেহ বর্তমানে হাসপাতালেই রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।