শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নওগাঁ, মোঃ-হাবিবুর রহমান :
নওগাঁয় মাদক মামলার রায় দুই মাদক ব্যবসায়ীর মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে। (আজ) গতকাল বুধবার দুপুর জেলা ও দায়রা জজ আদলতের বিজ্ঞ দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ এই রায় প্রদান করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো চাপাইনবাবগঞ্জ জেলার গিধনীপাড়া চেরবাগাডাঙ্গা বর্তমান ঠিকানা গড়াইপাড়া ঈদগাহ মাঠ, মোঃ মাজেদ আলী মটুর ছেলে এবং মোঃ লিটন মিয়া (২৬) একই জেলার কিশিমুদ্দিনর টালা, চেরবাগাডাঙ্গা গ্রামের মোঃ আলাউদ্দিনর ছেলে মোঃ ইউসুফ আলী (৪৫)। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত দুই আসামি আদালত উপস্থিত ছিলেন। নওগাঁর পাবলিক প্রসিকিউটর এ্যাড. মোঃ আবদুল খালেক জানিয়েছেন গত ১৮ আগষ্ট’২০২৩ তারিখ সন্ধ্যা সাড় ৭টায় র্যাব-৫রাজশাহী’র সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে জেলার পত্নিতলা উজেলার সড়াইডাঙ্গা গ্রাম ছাতলতলা ব্রীজর উপর থেকে ওই আসামীদর নিকট থেকে ৭শ গ্রাম হিরোইন উদ্ধার করে। হিরোইনসহ তাদর আটক করে পতীতলা থানায় সাপর্দ করা হয়। র্যাবর এসআই (নিরস্ত্র) মোঃ আলীউল ইসলাম বাদী হয় পতীতলা থানায় মামলা দায়র করন যার নম্বর ১৯ তারিখ ১৯-০৮-২০২৩ জিআর-২৫৭/২০২৩ দায়র করন। পুলিশি তদÍ শষ ২০২৩ সালর ২০ নভম্বর আামীদর বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়্ত্রন আইন,২০১৮ এর ৩৬(১) ধারার সারনির ৮(গ) ক্রমিক অভিযাগ গঠনপূর্বক বিচারর জন্য আদালত উপস্াপিত হয়। রাষ্ট্রর পক্ষ অভিযাগপত্র উল্লখিত ১২ জন স্বাক্ষীর মধ্য আদালত ৮জনক উপস্তি কর স্বাক্ষ্যগহণ করা হয়। মাদকদ্রব্য নিয়্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারনির ৮(গ) ক্রমিকর অভিযাগ সদহাতীত ভাব প্রমানিত হওয়ায় আসামি মাঃ লিটন মিয়া এবং মাঃ ইউসুফ আলীর বিরুদ্ধ মত্যু না হওয়া পর্যন্ত ফঁসীত ঝুলিয়ে মত্যুদন্ড কার্যকর করার নির্দশ দেওয়া হয়েছে। রাষ্ট্র পক্ষ বিজ্ঞ পিপি এ্যাড. আবদুল খালক এবং আসামীপক্ষ এ্যাড. মাঃ আবু হায়াত রানা মামলাটি পরিচালনা করেন।