বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হাবিবুর রহমান, নওগাঁ :
নওগাঁর পত্নীতলায় আজিজার রহমান (৪৫) নামে এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ। আজ শুক্রবার সকাল ৯ টার সময় উপজেলার পত্নিতলা বাজার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ । থানা ও এলাবাসী সুত্রে জানা যায় আজিজার মহাদেবপুর উপজেলার সভাপুর গ্রামের কবির হোসেন ছেলে বলে জানান স্থানীয় এলাকাবাসী। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে পত্নিতলা বাজার থেকে আজিজারের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওসি আরও জানান, উদ্ধারের সময় আজিজারের শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি । তবে তার মৃত্যুর কারণ এখনো সঠিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় এখানো কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান ওসি।