সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
ফজলুল করিম সবুজ নওগাঁ:
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।এসময় ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি। আটকের সময় খলিলুর রহমান নামে ঐ মাদক ব্যবসায়ী হ্যান্ডকাফ সহ পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টার উপজেলার কুসুম্বা ইউপির বড় বেলালদহ গ্রামে, ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে খলিলুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ আটক করে, এসময় মাদক ব্যবসায়ী খলিলুর রহমান হাতুড়ি দিয়ে ডিবির কনস্টেবল আনোয়ারকে আঘাত করে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। এই মারপিটের ও পালানোর ঘটনায় খলিলুর রহমানকে সহযোগিতা করে তার স্ত্রী পারুল এবং লাদু।পরে খলিল পালিয়ে গেলে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বড় বেলালদহ গ্রামের খলিলুর রহমান(৪৫) তার স্ত্রী পারুল বেগম(৪০) ও ন্যাড়াডাঙ্গ গ্রামের মৃত মুসলেম উদ্দিনের ছেলে লাদু (৪৮) বলে জানা যায়।
অভিযান পরিচালনা করেন, ডিবি পুলিশের এস আই মহসীন রেজা, সঙ্গীয় এ এস আই সোহেল রানা ও কনস্টেবল শিপন, মাসুদ রানা, আনোয়ার হোসেন। আহত কনস্টেবল আনোয়ার হোসেনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে ডিবি পুলিশের (ওসি) একেএম শামসুজ্জামান বলেন, ডিবির কনষ্টেবল আনোয়ারকে গুরুতর জখম করে খলিলুর পালিয়ে যায় মারপিট ও পালানোর ঘটনায় সহযোগিতা করায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মাদক ও মারপিটের মামলা করা হয়েছে।