রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন
Reading Time: 2 minutes
ফজলুল করিম সবুজ নওগাঁ:
মান্দা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা ২০২২ ইং “কৃষক বাঁচাও – দেশ বাঁচাও,কৃষক বাঁচলে – দেশ বাঁচবে” স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩ জুলাই বেলা ১১টায় মান্দা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল ওহাব হিরার সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী, সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।প্রধান বক্তা নওগাঁ জেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল ওয়াহাব বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক উপজেলা কৃষকলীগের সভাপতি সুজা উদ -দৌলা বিল্পব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ নাহিদ মোর্শেদ বাবু, ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক কৃষকলীগের সাঃ সম্পাদক গোলাম আজম,জেলা কৃষকলীগ
যুগ্ন-সাধারণ সম্পাদক খোরশেদ আলম,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান,উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাষ্টার আকরাম হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান,মান্দা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান মাহবুবা ছিদ্দিকা রুমা, মান্দা
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা,প্রসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিমল কুমার রায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজাদ্দিদ হোসেন মারুফ এবং উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ। প্রধান বক্তা বলেন, মান্দা উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল ওহাবের নেতৃত্বে ১৪টা ইউনিয়নের ও ওয়ার্ড কমিটি গঠনে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে এবং লালন করে এমন ব্যাক্তিবর্গ সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি উপহার দিতে। যাতে আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে মান্দা উপজেলা কৃষক লীগ বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন।
মান্দা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগের সহ-সভাপতি সুজা উদ-দৌলা বিপ্লব বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সহযোগী সংগঠনগুলোর মধ্যে কৃষক লীগও বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নে কাজ করছে। বিভিন্ন বাধা-বিপত্তি ষড়যন্ত্র উপেক্ষা করে মান্দা উপজেলা কৃষক লীগ বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতিক আমি মান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হলেও আমার হাতে গড়া মান্দা উপজেলা কৃষকলীগের সর্বদা মঙ্গল কামনায় নিজেকে সর্বদা কৃষক লীগের সাথে প্রয়োজনীয় শ্রম মেধা দিয়ে নিজেকে জড়িয়ে রাখবো। মান্দার আওয়ামীলীগ পরিবারের ও মুক্তিযোদ্ধা স্বপক্ষের শক্তি কে সুসংগঠিত করতে আমার জীবনের সর্বোচ্চ মূল্য দিয়ে হলেও চেষ্টা করব।
তিনি আরো বলেন, জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী সিলেকশন ভুল হওয়ার কারণে অনেক চেয়ারম্যান হারাতে হয়েছে। বর্তমান সরকার দলীয় বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত কে সমালোচনা করে বলেন, যে সকল প্রার্থী বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে পরাজয় বরণ করছেন তাদের সিদ্ধান্তকে স্বাগত জানায়। তবে যারা বিদ্রোহী প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন তাদের ক্ষেত্রে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার দাবি জানান। সকলকে দুপুরের খাবার পরিবেশন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।