শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
Reading Time: 2 minutes
মোঃ-হাবিবুর রহমান,নওগাঁ :
নওগাঁর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সরোয়ার বিপিএম কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) নওগাঁ জেলা শাখার পক্ষে থেকে গতকাল বৃহস্পতিবার ফুলের তোড়া দিয়ে স্বাগত শুভেচ্ছা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) নওগাঁ জেলা শাখার সাংবাদিকেরা মতবিনিময় করেছেন। মতবিনিময় কালে এসময় উপস্থিত ছিলেন নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ-হাবিবুর রহমান, সহ সভাপতি আঃ আজিজ ও দপ্তর সম্পাদক মির্জা তুষার আহমেদ সহ প্রমূখ। বিদায়ী পুলিশ সুপার মোঃ-কুতুব উদ্দীন অতিরিক্ত ডিআইজির স্হলা ভিষিক্ত হওয়া, মোহাম্মদ সাফিউল সরোয়ার বিপিএম নওগাঁয় পুলিশ সুপার হিসাবে যোগ দান করেন। সদ্য যোগদান কৃত পুলিশ মোহাম্মদ সাফিউল সরোয়ার বিপিএম জানান তিনি ১৯৭৬ সালে ব্র্যাক্ষণবাড়িয়া জেলা মিরপুর এক সম্ভ্রান্ত মোসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি তার এলাকায় শিবপুর উচ্চবিদ্যালয় থেকে এস এসসি পাশ করে, উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশের নামকরা ঐতিহ্যবাহী তেঁজগাও কলেজে ভর্তি হন এবং সেখান থেকে এইচ এস সি পাশ করে,ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাষ্টার্স শেষ করেন । এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি এড সম্পন্ন করেন। পরে আরও উচ্চতর শিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্ত হন এবং সেখান থেকে এম পি এস ডিগ্রি লাভ করেন। তিনি ২৭ তম বিসিএস পরীক্ষায় পাশ করে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি দেশের বিভিন্ন জেলায় একজন সুদক্ষ ও সৎচরিত্রের অফিসার হিসেবে প্রসংসা কুড়িয়েছেন। নওগাঁ পুলিশ সুপার হিসেবে যোগদানের পূর্বে বাংলাদেশ পুলিশের একটা গুরুত্বপূর্ণ ইউনিট,পুলিশ হেডকোয়ার্টার স্পেশাল ব্রান্সে সুনামের সহিদ চাকুরী করেন। তিনি জাতি সংঘ শান্তি রক্ষা মিশনে সুদানে একবৎসর অতি নিষ্ঠার সহিদ দ্বায়িত্ব পালন করে,বাংলাদেশের জন্য প্রসংসা বয়ে এনেছেন। জাতিসংঘ শান্তি রক্ষা মিশন ছাড়াও, বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষন গ্রহন করেছেন। যেমন জাপান,থাইল্যান্ড, ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষন গ্রহন করেন। তিনি ব্যাক্তি জীবনে দুই কন্যা সন্তানের জনক। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( BMUJ)নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দের সহিদ অত্যন্ত হাস্যউজ্জল ও খোলা মনে গুরুত্বপূর্ণ নওগাঁ জেলার সার্বিক অবস্থার উপর আলোচনা করেন। তার মন্তব্য কোন মতে আইন অমান্যকারী,ড্রাগ,ও নওগাঁর শান্তি বিনিষ্ঠ কারীদের এক ধাপ ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি ।