বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নুরুজ্জামান লিটন নওগাঁ:
নওগাঁয় এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার(১৩সেপ্টেম্বর) বিকেল ৫ টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরুপপুর গ্রামের রাস্তার পাশে থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা সূত্রে জানা গেছে, রাস্তায় চলাচলের সময় পথচারীরা দেখতে পান যে,পাকা রাস্তার পাশে পড়ে থাকা মৃত নবজাতকের মৃত দেহটি নিয়ে কুকুর টানাটানি করছিল।এই বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দিলে চৌমাসিয়া ফাঁড়িপুলিশ নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। উদ্ধারকৃত মৃত নবজাতকের বয়স আনুমানিক ৪/৫ মাস।মৃত নবজাতকের একটি পা এবং দুইটি হাত কুকুরে নিয়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই (মহাদেবপুর সার্কেল) এ টি এম মাইনুল ইসলাম সহ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।